LIVE UPDATES: লালগোলায় একাধিক ট্রেনে আগুন, ‘গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, গণ্ডগোল করলে ছাড় নয়’, বার্তা মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদের সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনেও নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে অবরোধ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Dec 2019 09:16 PM

প্রেক্ষাপট

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ সকাল থেকে অবরোধ শুরু হয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখায়। কাঁকড়া মির্জানগর ও ষন্ডালিয়া স্টেশনে অবরোধ চলছে। আপাতত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ। লাইনের ওপর টায়ার জ্বালিয়ে...More

কোথাও পুড়ল ট্রেন, কোথাও ভস্মীভূত হল স্টেশন। জেলায় জেলায় লাইন আটকে অবরোধ। এ সবের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। চরমে যাত্রী ভোগান্তি।পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ।