Twitter: ২০০ মিলিয়নের বেশি ট্যুইটার ইউজারের ইমেল অ্যাড্রেস (Email Address) হ্যাক করা হয়েছে এবং তা পোস্ট হয়েছে কোনও অনলাইন ফোরামে। একটি সিকিউরিটি রিসার্চ কোম্পানি সম্প্রতি এমনই দাবি করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এভাবে ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে তা পাবলিক ফোরামে ফাঁস হওয়ার দরুণ ইউজারদের রিয়েল-লাইফ আইডেন্টিটিটি অর্থাৎ বাস্তব জীবনের অনেক তথ্য প্রকাশ্যে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সবকিছুই ব্যক্তিগত তথ্য হবে বলে মনে করা হচ্ছে। আর তার ফলে হ্যাকারদের পক্ষে ট্যুইটার অ্যাকাউন্ট হাইজ্যাক করার বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এভাবে ২০০ মিলিয়নের বেশি ইউজারের ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ট্যুইটার ইউজারদের অ্যাকাউন্ট এবার অন্যান্য ওয়েবসাইটেও ফাঁস হয়ে যেতে পারে।
Cyabra নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস ফার্ম অনলাইনে বিভিন্ন রহস্যজনক এবং আপত্তিকর বিষয়ের হদিশ রাখে। ট্যুইটারের এই গন্ডগোল প্রথমে এই সংস্থার নজরেই এসেছিল। জানা গিয়েছে, ট্যুইটার ইউজারদের যেসমস্ত তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে রয়েছে ইউজারদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন- নাম, অ্যাকাউন্ট হ্যান্ডেল, ফলোয়ারের সংখ্যা, প্রোফাইল তৈরির তারিখ। বলা হচ্ছে, প্রায় ২৩৫ মিলিয়ন ট্যুইটারের ইউজারের ইমেল অ্যাড্রেস হ্যাক করেছে হ্যাকাররা। আর তা থেকে প্রাপ্ত তথ্য অন্যান্য অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের হ্যাকাররা ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
গতবছর অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই বিভিন্ন সময়ে দোলাচল তৈরি হয়েছে বিশ্বের জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। সিইও হওয়ার পর প্রথম সপ্তাহেই ট্যুইটারের ওয়ার্ক ফোর্স কমিয়ে ৫০ শতাংশ করে দেন ইলন মাস্ক। ট্যুইটার থেকে সরিয়ে দেওয়া হয়েছে একাধিক উচ্চপদস্থ কর্তাদের। পরিবর্তন এসেছে নিয়ম-নীতিতে। চালু হয়েছে নতুন নিয়ম-কানুন। শোনা যাচ্ছে, ফ্রে নতুন করে ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। ক্রিসমাসের আগে পর্যন্তও ট্যুইটারের কর্মী ছাঁটাই অব্যাহত ছিল। গতবছর কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন কর্তৃপক্ষও। সেই কর্মী ছাঁটাই প্রক্রিয়া এই বছরেও অব্যাহত রয়েছে। এই দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে, প্রায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন। অ্যামাজনের এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে ভারতেও। শোনা যাচ্ছে, এ দেশেও প্রায় ১০০০ কর্মী কাজ হারাতে পারেন।
আরও পড়ুন- প্রতারকদের নজরে আপনার কম্পিউটার ! এভাবে নিরাপদ রাখুন সিস্টেম