Union Minister: কেন্দ্রীয় মন্ত্রীর 'আয় কমেছে' দাবি, 'মোটেও বলিনি, ভুল বাখ্যা', দাবি নেতার! 'জীবনে কী করতে চান ঠিক করুন', কটাক্ষ কংগ্রেসের
Modi Govt Minister: গোপী বলেন, মন্ত্রীর ভূমিকায় নেমে তাঁর রোজগার দিনদিন অনেক কমে গিয়েছে। তাঁর কথায়, আমি সত্যিই অভিনয় চালিয়ে যেতে চাই।

নয়া দিল্লি: 'আমার আয় কমে গেছে', এই অভিযোগে এবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছাড়তে চাইছেন মোদি সরকারের এক মন্ত্রী। বরং মন্ত্রীত্ব ছেড়ে তিনি এবার নিজের অভিনয় জগতেই ফিরতে চাইছেন। অত্যন্ত জনপ্রিয় অভিনেতা-গায়ক, টিভি উপস্থাপক সুরেশ গোপী জানান, তিনি আবার অভিনয়েই ফিরতে চান।
কেরলের সৈকত শহর কান্নুরে এক অনুষ্ঠানে ত্রিশূরের লোকসভা সদস্য অভিনেতা থেকে রাজনীতিক হওয়া গোপী বলেন, মন্ত্রীর ভূমিকায় নেমে তাঁর রোজগার দিনদিন অনেক কমে গিয়েছে। তাঁর কথায়, আমি সত্যিই অভিনয় চালিয়ে যেতে চাই। আমার রোজগার কমে গিয়েছে। আয় বাড়ানো প্রয়োজন। বিশ্বাস করুন বা না করুন, আমার এখন কোনও রোজগার নেই।
গোপী আরও উল্লেখ করেছেন যে তিনি তার দলের সবচেয়ে কম বয়সী সদস্য এবং রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারকে তার জায়গায় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত করার পরামর্শ দিয়েছেন। তিনি এও বলেন, 'আমি কখনও মন্ত্রী হওয়ার জন্য প্রার্থনা করিনি। নির্বাচনের একদিন আগে, আমি সাংবাদিকদের বলেছিলাম যে আমি মন্ত্রী হতে চাই না, আমি আমার সিনেমা চালিয়ে যেতে চাই।'
সুরেশ গোপি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি এও বলেন, নির্বাচনের মাত্র একদিন আগেও আমি সাংবাদিকদের বলেছিলাম, মন্ত্রী হওয়ার বাসনা আমার নেই। আমি সিনেমা জগতেই থাকতে চাই।
এদিকে কেরল কংগ্রেস এই ঘটনা নিয়ে বিজেপি নেতাকে ও পদ্ম শিবিরকে এক্স- পোস্টে কটাক্ষ করেছে এই ঘটনায়। তাঁদের তরফে বলা হয়, "ভোটারদের সঙ্গে এই উপহাস কেন? আপনারা কেন আপনাদের সাংসদকে বলেন না যে তিনি জীবনে কী করতে চান তা আগে ঠিক করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বর এবং সংবিধানের নামে শপথ নেওয়ার পর মিডিয়ার সামনে এই ধরনের কথা বলা বন্ধ হওয়া উচিত"।
যদিও এরই মধ্যে সোশাল মিডিয়ায় অনেকের দাবি করে যে সুরেশ গোপী পূর্ণ মন্ত্রিসভা পদ আশা করেছিলেন, এই নিয়ে জল্পনা শুরু হয়।
এদিকে, ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গোপী পদত্যাগের কোনও ইচ্ছা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছেন। একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, "কয়েকটি মিডিয়া প্ল্যাটফর্ম ভুল খবর ছড়াচ্ছে যে আমি মোদি সরকারের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। এটি সম্পূর্ণ ভুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা কেরলের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ"।
ডেকান হেরাল্ড-এ প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি নেতারা তাঁর ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করে তাকে থাকার জন্য অনুরোধ করেছেন।






















