নয়াদিল্লি: জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার (Gulzar) এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য (Jagadguru Ramanandacharya)। ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কারের ঘোষণা হল শনিবার, তাতেই নাম রয়েছে গুলজার এবং রামভদ্রাচার্যের। (Jnanpith Awards) জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে, সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুলজার এবং রামভদ্রাচার্যকে চয়ন করা হয়েছে এ বছর। 


বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উর্দু কবি হিসেবে স্বীকৃত গুলজার। হিন্দি চলচ্চিত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারও পান উর্দু সাহিত্যে অবদানের জন্য। পাশাপাশি ২০১৩ সালে দাদাসাহেব ফালকে, ২০০৪ সালে পদ্মভূষণও পেয়েছিলেন। জাতীয় পুরস্কারও রয়েছে ঝুলিতে। (Jnanpith Awards 2024) তাঁর অজস্র সৃষ্টি মুখে মুখে ফেরে। তাই বলে বিরতি নেননি। ৮৯ বছর বয়সেও দিনরাত কলম চালিয়ে যাচ্ছেন তিনি। 


হিন্দি চলচ্চিত্রে অনন্য সৃষ্টির জন্যও পরিচিত গুলজার। অস্কার এবং গ্র্যামি-জয়ী 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির বিখ্যাত 'জয় হো' গানটির গীতিকার তিনি। পাশাপাশি, 'মাচিস', 'ওমকারা', 'দিল সে', 'গুরু' ছবির জন্যও গান লিখেছেন গুলজার। হাত পাকিয়েছেন পরিচালনাতেও। 'মাচিস', 'আঁধি',  'পরিচয়', 'ইজাজতে'র মতো ছবি বানিয়েছেন। 


চিত্রকূটে তুলসী পীঠের প্রতিষ্ঠা করেন রামভদ্রাচার্য। ধর্মপ্রাণ হিন্দুদের আধ্যাত্মিক গুরু তিনি। শিক্ষাবিদ এবং লেখক হিসেবেও প্রসিদ্ধ। ১০০-র বেশি বই লিখেছেন তিনি। ২০১৫ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে সম্মানিত করেন। ২২টি ভাষায় পারদর্শী রামভদ্রাচার্য। সংস্কৃত, হিন্দি, অওধি, মৈথিলি ভাষায় লেখালেখি করেছেন।


আরও পড়ুন: Kamal Nath: কংগ্রেসি পরিচয় মুছলেন ছেলে, দিল্লি পৌঁছলেন কমলনাথও, যোগ দিতে পারেন BJP-তে


এই দু'জনের নাম ঘোষণা করে জ্ঞানপীঠ নির্বাচন কমিটির বিবৃতিতে বলা হয়, 'সংস্কৃত পণ্ডিত রামভদ্রাচার্য এবং উর্দু সাহিত্যিক গুলজারকে ২০২৩ সালের জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। নিজ নিজ ক্ষেত্রে গুলজার এবং রামভদ্রাচার্য, দু'জনেই প্রসিদ্ধ। তাঁদের জ্ঞানপীঠ পুরস্কার খবর সামনে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। 


১৯৪৪ সালে জ্ঞানপীঠ পুরস্কারের সূচনা হয়। প্রতি বছর সাহিত্যক্ষেত্রে যুক্ত বাছাই করা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয় বার কোনও সংস্কৃত পণ্ডিত পুরস্কৃত হচ্ছেন। উর্দু সাহিত্যিক পুরস্কার পাচ্ছেন এই নিয়ে পঞ্চম বার। জ্ঞানপীঠ পুরস্কারের ক্ষেত্রে বাগদেবীর মূর্তি এবং স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয় হাতে। পাশাপাশি দেওয়া হয় ২১ লক্ষ টাকা।। বর্তমানে জ্ঞানপীঠ পুরস্কার নির্বাচন কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিভা রাই।