US Election 2020 LIVE: হোয়াইট হাউসের আরও কাছে ডেমোক্র্যাটরা, কারচুপির অভিযোগে অনড় ট্রাম্প

US Presidential Election 2020: মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Nov 2020 03:53 PM

প্রেক্ষাপট

ওয়াশিংটন: আগামীকাল আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ভারতীয় সময়ে ভোট শুরু হবে কাল বিকেল সাড়ে চারটেয়। ভাইস প্রেসিডেন্ট পদের...More

ট্রাম্প না বাইডেন, কে আসছেন আমেরিকার তখতে? এখনও ধোঁয়াশা


ট্রাম্প নাকি বাইডেন, আমেরিকায় কে বসতে চলেছেন ক্ষমতার মসনদে, এখনও মেলেনি তার উত্তর। এদিকে, পেনসিলভেনিয়ায় ২৭ হাজারের বেশি ও নেভাদায় প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে বাইডেন।


এখনও ৬টি প্রদেশে ভোট গণনা চলছে। এর মধ্যে নজরে রয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও নেভাদা, এই ৫টি প্রদেশ।


হোয়াইট হাউস দখলের ম্যাজিক ফিগার ২৭০। এই মুহূর্তে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট। জর্জিয়ায় এগিয়ে বাইডেন। তবে ভোটের ব্যবধান কম। এরই মধ্যে ট্রাম্প শিবিরের দাবি মেনে জর্জিয়ায় ফের গণনা চলছে। গণনায় কারচুপির অভিযোগ তুলে ট্যুইটও করেছেন ট্রাম্প।