নয়াদিল্লি: পরীক্ষামূলক দৌড়ে এখনও সময় রয়েছে, তার আগে প্রথম বার দর্শন মিলল ‘বন্দে ভারত মেট্রো’র। এ বছর জুলাই মাস থেকে পরীক্ষামূলক ভাবে ছোটানো হবে ‘বন্দে ভারত মেট্রো’, তার আগে পঞ্জাবের কপূরথলার রেল কোচ কারখানায় নতুন তৈরি রেক এবং তার ভিতরের ছবি এবং ভিডিও সামনে এল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি এবং ভিডিও। (Vande Bharat Metro)
সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ধূসর, কালো এবং গেরুয়ার প্রলেপ রয়েছে ট্রেনের গায়ে। কারশেড থেকে সামান্য দূরত্ব ছোটানো হচ্ছে ট্রেনটিকে, যা দেখতে ভিড় জমে গিয়েছে। মোবাইল ফোন উঁচিয়ে সকলেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। ট্রেনের অন্দরসজ্জারও কিছু ছবি সামনে এসেছে, যাতে নীল-সাদার ছোঁয়া রয়েছে। (Viral Video)
‘বন্দে ভারত মেট্রো’ নিয়ে উৎসাহ সেই ঘোষণাপর্ব থেকেই। প্রাথমিক পর্যায়ে ৫০টি ট্রেন তৈরি করা হবে। এর পর ধাপে ধাপে তা বাড়িয়ে ৪০০-তে নিয়ে যাওয়া হবে বলে রেল সূত্রে খবর। ১০০ থেকে ২৫০ কিলোমিটার দূরত্ব পার করতে এই ‘বন্দে ভারত মেট্রো’ পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে। ‘বন্দে ভারত মেট্রো’র নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে রেলসূত্রে জানা গিয়েছে।
‘বন্দে ভারত মেট্রো’র এক একটি ট্রেনে আপাতত ১২টি কামরা থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে পরবর্তীতে তা বাড়িয়ে ১৬টি কামরা করে নেওয়া সম্ভব। ওই ট্রেনে চেপে, অল্প সময়ের মধ্যে এক শহর থেকে অন্য শহরে পৌঁছনো যাবে। ট্রেনের দরজাগুলি সব স্বয়ংক্রিয়। পাশাপাশি যাত্রীদের আরামের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন শহরে যে মেট্রো চলে, তার চেয়ে 'বন্দে ভারত মেট্রো'তে আরও একাধিক ফিচার থাকছে।
'বন্দে ভারত মেট্রো' প্রকল্পের জন্য পৃথক তহবিলও গড়া হয়েছে। যে সমস্ত লেবেল ক্রসিংয়ে মানুষ দায়িত্বে থাকছেন না, সেখানে প্রযুক্তিভিত্তিক নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই খাতেও টাকা যাবে তহবিল থেকে। পাশাপাশি, লাইনের সংস্কার, আধুনিকীকরণের খরচও ওই তহবিল থেকেই যাবে।
দেশের ১২৪টি শহরকে 'বন্দে ভারত মেট্রো'র মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এখনও পর্যন্ত বেশ কিছু রুটকেও 'বন্দে ভারত মেট্রো' চালানোর জন্য চিহ্নিত করা হয়েছে, যেমন, লখনউ-কানপুর, আগ্রা-মথুরা, তিরুপতি-চেন্নাই। রোজ ট্রেনযাত্রা করেন যাঁরা, তাঁদের যাত্রাকে আরও আরামদায়ক করে তুলত এই প্রকল্প। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়, তারই অঙ্গ ‘বন্দে ভারত মেট্রো’ প্রকল্প।