বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি (Vice Presidential Election) নির্বাচিত হতে চলেছেন জগদীপ ধনকড় ? উপ রাষ্ট্রপতি নির্বাচনে আলভাকে পিছনে ফেলে অনেক এগিয়ে ধনকড়। আর কিছুক্ষণের মধ্যেই উপ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে। তার আগে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর বাড়িতে এনডিএ-র উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সন্ধে ৭টা নাগাদ নতুন উপ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। ১১ আকবর রোডে প্রহ্লাদ জোশীর বাসভবনে আসতে পারেন প্রধানমন্ত্রী।


এদিন সকাল ১০টা থেকে সংসদ ভবনে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, বিজেপি সাংসদ ও সভাপতি জে পি নাড্ডা, কংগ্রেস সাংসদ ও সভানেত্রী সনিয়া গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শাসক ও বিরোধী শিবিরের সাংসদদের দেখা যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে


এদিকে, উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন শিশির অধিকারী। তৃণমূলের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত সত্ত্বেও ভোট দিয়েছেন কাঁথির তৃণমূল সাংসদ। ভোট দিয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ শিশিরপুত্র দিব্যেন্দু অধিকারী। বেলা সাড়ে বারোটার পর ভোট দেন শিশির। গতকাল শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।


অপরদিকে, তাৎপর্যপূর্ণ বিষয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রাক্তন কংগ্রেস সাংসদ মার্গারেট আলভাকে ভোট দিয়েছে এমন কিছু দল, যারা কট্টর কংগ্রেসের বিরোধী বলেই পরিচিত। তেলঙ্গানায় কংগ্রেসের প্রতিপক্ষ কে চন্দ্রশেখর রাওয়ের দল তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি মার্গারেট আলভার পক্ষে ভোট দিয়েছে। দিল্লি, পাঞ্জাব, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে লড়লেও, উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেট আলভাকেই সমর্থন করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। কংগ্রেসের শরিক না হলেও, উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেট আলভারই পাশে থাকল সমাজবাদী পার্টি।


আরও পড়ুন- পুলিশের মারে মৃত্যু! সার্জেন্ট-সহ ৩ জন ক্লোজ, গল্ফগ্রিন থানার সামনে বিজেপির বিক্ষোভ