Viral News: মায়ের জন্মতারিখ অনুযায়ীই কেটেছিলেন লটারির টিকিট, ২৪০ কোটি টাকার জ্যাকপট জিতলেন ভারতীয় তরুণ
Jackpot Winner: আমিরশাহি লটারির সর্বপ্রথম ১০০ মিলিয়ন দিরহামজয়ী (ভারতীয় মুদ্রায় ২৪০ কোটির আশেপাশে) ব্যক্তি হলেন অনিল। ১৮ অক্টোবর ২৩তম লাকি ড্রয়েই এই পুরস্কার জিতলেন ভারতীয় তরুণ।

আবু ধাবি: রাতারাতি ভাগ্যবদল। হঠাৎই মিলিয়নেয়ার হয়ে গেলেন ২৯ বছর বয়সী ভারতীয়। জিতলেন জ্যাকপট। বিষয়টা স্বপ্নের মতো মনে হলেও, অনিল কুমার বোল্লার জন্যই এটাই বাস্তব। আমিরশাহি লটারির (Jackpot Winner) সর্বপ্রথম ১০০ মিলিয়ন দিরহামজয়ী (ভারতীয় মুদ্রায় ২৪০ কোটির আশেপাশে) ব্যক্তি হলেন অনিল। ১৮ অক্টোবর ২৩তম লাকি ড্রয়েই এই পুরস্কার জিতলেন ভারতীয় তরুণ।
বিগত দেড় বছর ধরে মরুদেশেই রয়েছেন অনিল। সেখানেই তিনি লটারির টিকিট কেটেছিলেন। নম্বর বাছাইয়ের ক্ষেত্রে একটি জিনিসই খেয়াল করেন তিনি। অনিল জানান, 'আমি কোনওরকম জাদু করিনি। আমি সহজ একটা নম্বর বাছাই করেছিলাম যেটা আমার খুব কাছের নম্বর। সেইটা আমার মায়ের জন্মতারিখ।' এত বড় অঙ্কের মূল্যের পুরস্কার, প্রথমে তো স্বাভাবিকভাবেই বিশ্বাস করতে পারছিলেন না অনিল। তিনি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলেন বলে জানান।
অনিল জানান তিনি এই টাকাটা কীভাবে খরচ করবেন, কী করবেন সেটা নিয়ে ভাবছেন। 'এই টাকাটা কীভাবে বিনিয়োগ করব, সঠিকভাবে কীভাবে ব্যবহার করা যায়, সেটাই ভাবছিলাম। টাকাটা তো জিতে নিয়েছি। আমি জানি হ্যাঁ, আমার কাছে টাকা রয়েছে। তবে সেটাকে কীভাবে সঠিকভাবে কাজে লাগাব, সেটা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।' দাবি অনিলের।
তবে অনিল আরও জানান যে তিনি এই টাকায় একটা দামি সুপারকার কিনতে চান এবং গোটা পরিবারের সঙ্গে নিজের বাকি জীবনটা দুবাইয়েই থাকতে চান। 'আমি সুপারকার কিনতে পারলে খুবই ভাল হয় এবং একটা বিলাসবহুল রিসর্ট বা সাত তারা হোটেলেও এই জয় উদযাপন করতে চাই। আর আমি আমার গোটা পরিবারকে আমিরশাহিতে নিয়ে এসে তাদের সঙ্গেই বাকি গোটা জীবনটা কাটাতে চাই। আমার বাবা, মায়ের খুব ছোট ছোট কিছু স্বপ্ন রয়েছে। সেই সব স্বপ্নকে সত্যি করতে চাই, ওদের খেয়াল রাখতে চাই।' বলেন জ্যাকপটজয়ী।
From anticipation to celebration, this is the reveal that changed everything!
— The UAE Lottery (@theuaelottery) October 27, 2025
Anilkumar Bolla takes home AED 100 Million! A Lucky Day we’ll never forget. 🏆
For Anilkumar, Oct. 18 wasn’t just another day, it was the day that changed everything.
A life transformed, and a reminder… pic.twitter.com/uzCtR38eNE
তবে শুধু নিজের এবং বাবা মায়ের স্বপ্নপূরণই নয়, অনিলের আরও কিছু পরিকল্পনা রয়েছে। 'আমি এই টাকার কিছুটা অংশ দান করতে চাই। আমার বিশ্বাস সেটা প্রয়োজনীয় লোকেদের কাছে পৌঁছবে এবং সেটাই আমায় সবথেকে বেশি, ভিতর থেকে আনন্দ দেবে।' বলে জানান তিনি।






















