শিকার (রাজস্থান): মেয়েদের স্কুলে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজস্থান সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিংহ দোস্তারিয়া একথা জানিয়ে বলেছেন, ছাত্রীরা মা, বোনের মতো স্কুলের শিক্ষিকাদের কাছেও নিজেদের সমস্যা যাতে খুলে বলতে পারে, তা নিয়ে আলোচনা করতে পারে, সেজন্যই আরও বেশি মহিলাকে শিক্ষক পদে নিয়োগের চেষ্টা করছি আমরা।
রাজস্থান সরকার মেয়েদের স্কুলে কর্মরত ৫০ বছরের কমবয়সি পুরুষ শিক্ষকদের ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে বলে আগে জানিয়েছিলেন দোস্তারিয়া। আজ তিনি এ নিয়ে বলেন, ৫০ এর নিচে পুরুষ শিক্ষকরা কাজ করেন না বা মেয়েদের স্কুলে তাঁদের পড়ানো উচিত নয়, এটা মনে করি না। আমরা এটা সুনিশ্চিত করতে চাইছি যাতে আমাদের মেয়েদের সঙ্গে অবাঞ্ছিত কিছু না ঘটে। সেরকম কিছু ঘটলে শিক্ষিকাদের কাছে সহজেই সব খুলে বলতে পারবে ছাত্রীরা।
চলতি নিয়মবিধি মেনেই সরকার মেয়েদের স্কুলে মহিলা শিক্ষক নিয়োগের চেষ্টা করছে বলেও জানান তিনি। বলেন, শিক্ষকদের পাশাপাশি তাঁদের সংগঠনের সঙ্গেও আলাপ-আলোচনার পর আমরা মেয়েদের স্কুলে আরও বেশি কর শিক্ষিকা নিয়োগের ব্যাপারে রোডম্যাপ, নীতি স্থির করব।