কলকাতা : রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল। তিনি তাঁর পদে বহাল থাকলেও পদে থাকলেও, ভোট চলাকালীন কোনও ক্ষমতা ব্যবহার করতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি জারি করে যে সিদ্ধান্তের কথা জানান। উল্লেখযোগ্যভাবে প্রথম দফার ভোটের ঠিক ৩দিন আগে নিষ্ক্রিয় করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে।


দীর্ঘদিন ধরে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সুরজিৎ কর পুরকায়স্থ। রাজ্যের ডিজি পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা (এসএসএ) হিসেবে নিয়োগ করেছিলেন। ডিজির পদে অবসরের পরে ১ জুন, ২০১৮ থেকে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ।


ভোটের মুখে তাঁর অপসারণের সিদ্ধান্তকে 'পক্ষপাতদুষ্ট ' বলে অভিযোগ শানান তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, পদে থেকে পুলিশ প্রশাসনকে দলীয় কার্যকলাপ করানোর জায়গায় নিয়ে দিয়েছিলেন উনি। তাঁর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা, রাজ্যের মন্ত্রীর ওপর বোমা হামলার মতো ঘটনাই প্রমাণ করে নিজের কাজ ছেড়ে দলীয় কার্যকলাপের বিষয়টি দেখা নিশ্চিত করতে বেশি ব্যস্ত ছিলেন তিনি।


রাজ্যের বেশ কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। পাশাপাশি তাদের বক্তব্য ছিল, যেহেতু ভোটের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা যখন নির্বাচন কমিশনের অধীনে তাই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার কোনও প্রয়োজন নেই। বিরোধীদের সেই দাবিকে কার্যত মান্যতা দেওয়া হল। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সুরজিৎ কর পুরকায়স্থের অপসারণের কথা। পাশাপাশি এই মুহূর্তে কাউকেই তাঁর জায়গায় বসানো হচ্ছে না। 


ভোটের মুখে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে এর আগে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলার অপসারণ করেছিল নির্বাচন কমিশন। প্রথমে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে অপসারিত করেছিল নির্বাচন কমিশন। তারপর ডিজি বীরেন্দ্রকে সরানো হয়েছিল।