সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কামারহাটি পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে জমা জলে দুর্ভোগ। কালো-নোংরা জলের মধ্যে দিয়ে করতে হচ্ছে যাতায়ত। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


বসন্তেও ভরা বর্ষার ছবি। জল থইথই রাস্তা। সেই জল পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দুর্ভোগের এই ছবি কামারহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বরের। এখানকার রামগড়, জয়শ্রী নগর, নিত্যানন্দ কলোনি ও কৃষ্ণজীবনপল্লির বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জলযন্ত্রণার মধ্যে কাটতে হচ্ছে তাঁদের। এলাকাবাসীদের অভিযোগ, গত ২-৩ বছর ধরে জল জমার সমস্যা চলছে। জমা জলে বাড়ছে রোগ-জীবাণু। এলাকায় দেখা দিচ্ছে ডেঙ্গির প্রাদুর্ভাব। এই নিয়ে পুরসভাকে জানিয়েও লাভ হয়নি।


জল জমার সমস্যা নিয়ে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভাকে বিঁধেছে বিরোধীরা। কামারহাটির সিপিআইএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের মতে, পুরসভা নিজের কাজে পুরোপুরি ব্যর্থ ৷ অন্যদিকে কলকাতা উত্তর শহরতলির বিজেপির সাধারণ সম্পাদক চণ্ডীচরণ রায়ের দাবি, তৃণমূলের সিন্ডিকেট এর জন্য দায়ী ৷


পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল।কামারহাটি পুরসভার তৃণমূল নেতা ও পুর প্রশাসক গোপাল সাহা জানান, দ্রুত সমস্যার সমাধান করা হবে ৷ বিধানসভা নির্বাচনের মুখে প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে। সমস্যা সমাধানে ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচিও চলছে। এই অবস্থায় কবে মিটবে দানেশ শেখ লেনের জমা জমা জলের সমস্যা?