West Bengal News Live : বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভায় অনুমতি বিচারপতির
বাংলাদেশে আমাদের লোক অত্যাচারিত হোক চাই না। ফিরিয়ে আনতে চাই।দরকারে একবেলা খাব, একটা রুটি ভাগ করে নেব। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। আরও খবর ।
LIVE
Background
সন্ন্যাসীর গ্রেফতারিতেও ক্ষান্ত নয় বাংলাদেশের কট্টরপন্থীরা। কোর্টে সওয়াল করায় আইনজীবীর উপরেও নির্মম হামলা! অবস্থা আশঙ্কাজনক। বাড়িও ভাঙচুর। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে প্রস্তাব আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে এতদিন মোদি সরকারের কোর্টেই বারবার বল ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার শুধু এই বিষয়ে মুখ খুললেন, তাই নয়...মোদি সরকারের উদ্দেশে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'কোনও ভারতীয়র উপর অত্যাচার হোক, এটা আমরা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এটা আমার পরামর্শ, অনুরোধ থাকল।'
অন্যদিকে, আর জি কর কাণ্ডের ৪ মাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন হল সেই অভীক দে-র। বিরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে এদিন দাবি করে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস। যদিও, এনিয়ে রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সভাপতি ও সহ সভাপতির মত ভিন্ন। প্রতিবাদে রাতভর রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সামনে অবস্থানে বসেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
আগামী সপ্তাহ থেকে ব্লু লাইনে শেষ মেট্রোর ভাড়া বাড়ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে সম্প্রতি দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ১০টা ৪০-এ। সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। তাই লোকসান এড়াতে এবার থেকে শেষ মেট্রোয় টিকিট পিছু ১০টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়া কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে।
WB News Live : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সংসদে সরব তৃণমূল সাংসদ কল্যাণ
'আবাস থেকে একশো দিন, রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র' বঞ্চনার অভিযোগে সংসদে সরব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূল সরকারের বিরুদ্ধে আবাস-দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর।
WB News Live : বাংলাদেশে টার্গেট হিন্দুরা, টালিগঞ্জ ফাঁড়িতে বিক্ষোভ-মিছিল কংগ্রেসের
বাংলাদেশে টার্গেট হিন্দুরা, এখনও জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। প্রতিবাদে টালিগঞ্জ ফাঁড়িতে বিক্ষোভ-মিছিল কংগ্রেসের।
WB News Live : বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভায় হাইকোর্টের অনুমতি
বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভা। আগামী ৫ ডিসেম্বর প্রতিবাদ সভায় অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । শান্তিপূর্ণভাবে সভা করার নির্দেশ বিচারপতির। কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের মারধর করা যাবে না, নির্দেশ আদালতের
WB News Live : তৃণমূলে এবার আই প্যাকের দিন শেষ?
'সমীক্ষক সংস্থাকে কোনও তথ্য নয়, ধরবেন না ফোনও', নির্দেশ তৃণমূলনেত্রীর। তবে কি তৃণমূলে এবার আই প্যাকের দিন শেষ?
TMC News Live : ইন্ডিয়া জোটে ফাটল আরও চওড়া, আদানি-বিক্ষোভে গরহাজির তৃণমূল
ইন্ডিয়া জোটে ফাটল আরও চওড়া, আদানি-বিক্ষোভে গরহাজির তৃণমূল। কংগ্রেসের নেতৃত্বে সংসদ ভবন চত্বরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। ইন্ডিয়া জোটের বিক্ষোভে নেই তৃণমূল কংগ্রেসের কেউই। কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একটা কর্মসূচি নিতে গেলে সমন্বয় রাখা উচিত, মত সুদীপের।