West Bengal News Live : কয়লাকাণ্ডে কলকাতা ও পুরুলিয়ার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি

ভুয়ো ভ্যাকসিনের পর্দাফাঁসের পর টিকাকরণ কেন্দ্র নিয়ে সতর্কতা। বিভিন্ন সংস্থার টিকাকরণ কেন্দ্র নিয়ে রাজ্য সরকারের কড়া বিধি। ভোটের প্রচারে উস্কানির অভিযোগে মিঠুনকে ফের জিজ্ঞাসাবাদ মানিকতলা থানার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Jun 2021 06:59 PM
West Bengal News Live: বাগদার সিন্দ্রাণী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পাস হল অনাস্থা প্রস্তাব

বাগদার সিন্দ্রাণী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ১৪-০ ভোটে পাস হয়ে গেল অনাস্থা প্রস্তাব। প্রধানকে সরিয়ে ক্ষমতা দখল করল তৃণমূল। অবৈধভাবে অনাস্থা আনা হয়েছে এই অভিযোগে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের উপর ভরসা আছে, পাল্টা দাবি প্রধানের।

West Bengal News Live: দ্বিতীয় ডোজ পাননি প্রায় ৮ লক্ষ ৪৪ হাজার জন, তাঁদের জন্য ৫০% ভ্যাকসিন বরাদ্দের নির্দেশ

রাজ্যে এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি প্রায় ৮ লক্ষ ৪৪ হাজার জন। তাঁদের জন্য ৫০% ভ্যাকসিন বরাদ্দের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।

West Bengal News Live: ব্যক্তি কোভিড সংক্রমিত কি না, সেটা বলে দেবে সফটওয়্যার

সন্দেহভাজন কোভিড আক্রান্ত রোগীর এক্স-রে প্লেট আপলোড করলেই, ওই ব্যক্তি কোভিড সংক্রমিত কি না, সেটা বলে দেবে সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ সফটওয়্যার অ্যাপ্লিক্লেশন তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিজওনাল কম্পিউটার সেন্টারের প্রযুক্তিবিদ্যার পড়ুয়ারা।

West Bengal News Live: কয়লাকাণ্ডে কলকাতা ও পুরুলিয়ার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি

কয়লাকাণ্ডে কলকাতা ও পুরুলিয়ার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি। লেকটাউনে ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার ফ্ল্যাটে তল্লাশির সময় সেখানে উপস্থিত হন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা। তাঁরাও তল্লাশি চালাতে চান বলে ইডি সূত্রে দাবি। 

West Bengal News Live : ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের শিক্ষা, ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে এবার বাড়তি সতর্কতা

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড থেকে শিক্ষা। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে এবার থেকে বাড়তি সতর্কতা। রোজ কোথায় টিকাকরণ হচ্ছে, তার তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে। তালিকার বাইরে থাকা সব ক্যাম্প বেআইনি, জানাল স্বাস্থ্য দফতর।

West Bengal News Live : ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য চাইল ইডি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার তত্পর হল ইডি। শুরু করল অনুসন্ধান। সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কোন কোন থানায়, ক’টি এফআইআর দায়ের হয়েছে? তদন্তে কী কী তথ্য মিলেছে? গতকাল কলকাতা পুলিশকে ই-মেল করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তথ্য সংগ্রহ করে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তারা আর্থিক প্রতারণার মামলা রুজু করবে।

West Bengal News Live : হেস্টিংস অফিসে বিজেপির বৈঠকে নেই রাজীব

তৃণমূলে চলে যাওয়ার জল্পনা থাকা সত্ত্বেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। দিলীপ ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, রাজীবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাঠানো হয়েছিল লিঙ্কও। কিন্তু তাঁর কাছ থেকে কোনও সাড়া মেলেনি। এদিন হেস্টিংসে রাজীবকে দেখাও যায়নি। আগামী তিনমাস দলের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন। খসড়া কর্মসূচি পেশ হওয়ার পর তা চূড়ান্ত হবে। করোনা আবহে বিজেপি রাজ্য কমিটির ১২৩ জন সদস্যের মধ্যে ৫০ জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকিদের কাছে পাঠানো হবে অডিও-ভিডিও লিঙ্ক। বৈঠকে রয়েছেন সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন-সহ অন্য নেতারা। 

West Bengal News Live : নারদে হলফনামা পেশ করার আবেদনপত্রের শুনানি

নারদে হলফনামা পেশ করার আবেদনপত্রের শুনানি। রাজ্যের হয়ে সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। ‘কেন হলফনামা জমা করতে চায় রাজ্য?’ প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। ‘প্রথম দিন থেকে মামলায় ছিলেন, কেন হলফনামা জমা করেননি?’ রাজ্যকে প্রশ্ন রাজেশ বিন্দালের। ‘৭ জুন রাজ্য হলফনামা জমা দেওয়ার আবেদন জানিয়েছে’। ‘ঘটনার সব তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে’। আদালতে উল্লেখ অ্যাডভোকেট জেনারেলের। ‘আইন-শৃঙ্খলা, নিরাপত্তা রাজ্যের বিষয়’। ‘তাই আদালতে হলফনামা জমা দেওয়া প্রয়োজন’। সওয়াল অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর। ২৭ মে থেকে রাজ্য মামলায় যুক্ত, আইন মোতাবেক পাব ৪ সপ্তাহ’। ‘৭ জুন আবেদন করায় নির্ধারিত সময় পেরোয়নি’। শুনানিতে সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। ‘মনে করুন, চার সপ্তাহে শুনানি শেষ হল’। ‘তাহলে কি শুনানি শেষের পরেও হলফনামা গ্রহণ করতে হবে?’ অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
‘এই বিষয়ে শুনানি বেশিদিন চলতে পারে না’। ‘এই আবেদনের শুনানি যত দ্রুত সম্ভব শেষ করতে হবে’। এজিকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের।

West Bengal News Live : রোজ কোথায় টিকাকরণ, তালিকা প্রকাশ করবে রাজ্য স্বাস্থ্য দফতর

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড থেকে শিক্ষা নিয়ে টিকা ক্যাম্প আয়োজনে সতর্কতা। রোজ কোথায় টিকাকরণ, তার তালিকা প্রকাশ হবে ওয়েবসাইটে। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে থাকবে বিস্তারিত তালিকা। প্রত্যেকটি জেলায় কোথায় ভ্যাকসিন , জানানো হবে তা। তালিকার বাইরে থাকা সব ক্যাম্প বেআইনি, জানাল স্বাস্থ্য দফতর। আজকে রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি মিলিয়ে ১,৬৩৩টি ক্যাম্প।

West Bengal News Live : হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ চেয়ে জেলা নেতৃত্বকে চিঠি ১৩ সদস্যের

উত্তর দিনাজপুরের হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ চেয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিলেন ১৩ জন সদস্য। অভ্যন্তরীণ সমস্যার কারণে অপসারণ দাবি করা হয়েছে, দাবি ওই সদস্যদের। পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় জানিয়েছেন, কী কারণে তাঁকে অপসারণের দাবি উঠেছে, তা জানতে চেয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে। তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব।

West Bengal News Live : কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল, পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও

কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও। আজ কলকাতায় লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৩ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

West Bengal News Live : কলকাতায় মুরগির মাংসের পাশাপাশি, চড়া দাম ডিমেরও

কলকাতায় মুরগির মাংসের পাশাপাশি, চড়া দাম ডিমেরও। উত্তর থেকে দক্ষিণ সমস্ত বাজারে কাটা মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২২০ টাকায়। একজোড়া ডিম বিকোচ্ছে ১৩ টাকায়। 

West Bengal News Live : জগদ্দল শ্যুটআউটে গ্রেফতার অভিযুক্ত

জগদ্দল শ্যুটআউটে গ্রেফতার অভিযুক্ত দুষ্কৃতী। পুলিশের দাবি, জেরায় ধৃত রাজা আনসারি জানিয়েছে, মজার ছলে আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করায় সময় আচমকাই গুলি ছুটে যায়। পুলিশ সূত্রে খবর, রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগেও ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল ভরদুপুরে জগদ্দলের মেঘনা মোড়ে গুলি চলে। গুলিবিদ্ধ হন এক পথচারী। 

West Bengal News Live : উত্তরবঙ্গে কাল থেকে প্রবল বৃষ্টি

উত্তরবঙ্গে কাল থেকে প্রবল বৃষ্টি। সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় নিচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। বাড়বে নদীর জলস্তর।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় কাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

West Bengal News Live : ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পুলিশের জালে দেবাঞ্জনের আরও ২ সহযোগী

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পুলিশের জালে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী। নাকতলার বাসিন্দা ধৃত কাঞ্চন দেব দেবাঞ্জনের খুড়তুতো দাদা। আরেক ধৃত শরৎ পাত্র সংস্থার হয়ে ভুয়ো ভ্যাকসিন দিতেন বলে অভিযোগ।

West Bengal News Live : ভুয়ো ভ্যাকসিনের পর্দাফাঁসের পর টিকাকরণ কেন্দ্র নিয়ে সতর্কতা রাজ্যের

ভুয়ো ভ্যাকসিনের পর্দাফাঁসের পর টিকাকরণ কেন্দ্র নিয়ে সতর্কতা। বিভিন্ন সংস্থার টিকাকরণ কেন্দ্র নিয়ে রাজ্য সরকারের কড়া বিধি। ‘টিকাকরণ করছে এমন হাসপাতালের সঙ্গে যুক্ত হতে হবে সংস্থাকে। বেসরকারি হাসপাতাল থেকেই কিনতে হবে করোনার ভ্যাকসিন। টিকাকরণ কেন্দ্র পরির্দশন করবেন স্বাস্থ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে সিদ্ধান্ত। স্বাস্থ্য, বাণিজ্য, ক্ষুদ্র-মাঝারি শিল্প, পর্যটন সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত। 

প্রেক্ষাপট

ভোটের প্রচারে উস্কানির অভিযোগে মিঠুনকে ফের জিজ্ঞাসাবাদ। মিঠুন চক্রবর্তীকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ মানিকতলা থানার। গতকাল সন্ধে ৬টা থেকে ১ ঘণ্টা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ পুলিশের। ‘জিজ্ঞাসাবাদে এখনও সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি’, মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ নিয়ে দাবি পুলিশের: সূত্র।


ভুয়ো ভ্যাকসিনের পর্দাফাঁসের পর টিকাকরণ কেন্দ্র নিয়ে সতর্কতা। বিভিন্ন সংস্থার টিকাকরণ কেন্দ্র নিয়ে রাজ্য সরকারের কড়া বিধি। ‘টিকাকরণ করছে এমন হাসপাতালের সঙ্গে যুক্ত হতে হবে সংস্থাকে। বেসরকারি হাসপাতাল থেকেই কিনতে হবে করোনার ভ্যাকসিন। টিকাকরণ কেন্দ্র পরির্দশন করবেন স্বাস্থ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে সিদ্ধান্ত। স্বাস্থ্য, বাণিজ্য, ক্ষুদ্র-মাঝারি শিল্প, পর্যটন সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত। 


গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, ‘সাংবাদিক বৈঠকে ভয়ঙ্কর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বলছেন জৈন হাওয়ালাকাণ্ডের চার্জশিটে রাজ্যপালের নাম আছে। আমি কখনও ভাবিনি এধরনের নেতা উত্তেজনা তৈরি করতে অভিযোগ করবেন। এখনও পর্যন্ত জৈন হাওয়ালাকাণ্ডে কেউ দোষী প্রমাণিত হননি। জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না। মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন, তার কোনও সত্যতা নেই। মুখ্যমন্ত্রীর মতো একজন নেতার এমন বক্তব্য আশা করিনি।’


ভুয়ো আইএএসের পর ভুয়ো জাতীয় মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয়ে প্রতারণা। রানাঘাটের যুবকের থেকে ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিযোগ গড়িয়ার বাসিন্দা বাপ্পাদিত্য সাহার বিরুদ্ধে। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের। বিবাহ বিচ্ছেদের নামে টাকা হাতানোর অভিযোগ। প্রতারিত জেনে টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক। বাপ্পাদিত্য সাহার বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার অভিযুক্ত বাপ্পাদিত্য সাহার। 


জগদীপ ধনকড়ের উত্তরবঙ্গ সফর নিয়ে সরব মুখ্যমন্ত্রী। মমতা বললেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। রাজ্যপালের অপসারণ চেয়ে ৩টি চিঠি লিখেছি। জিটিএ নিয়ে তদন্তের আগে আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত।’


’৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস। সকাল ১০-বিকেল ৪টা খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে সংস্থাকে। কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি বিচার পরে পরবর্তী পদক্ষেপ।’ নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.