West Bengal News Live: স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করল রাজ্য সরকার, ৪০ বছর পর্যন্ত সুবিধা
রাজ্যে এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি প্রায় ৮ লক্ষ ৪৪ হাজার জন। তাঁদের জন্য ৫০% ভ্যাকসিন বরাদ্দের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। চোখ রাখুন রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে।
LIVE
Background
রাজ্যে এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি প্রায় ৮ লক্ষ ৪৪ হাজার জন। তাঁদের জন্য ৫০% ভ্যাকসিন বরাদ্দের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
সন্দেহভাজন কোভিড আক্রান্ত রোগীর এক্স-রে প্লেট আপলোড করলেই, ওই ব্যক্তি কোভিড সংক্রমিত কি না, সেটা বলে দেবে সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ সফটওয়্যার অ্যাপ্লিক্লেশন তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিজওনাল কম্পিউটার সেন্টারের প্রযুক্তিবিদ্যার পড়ুয়ারা।
কয়লাকাণ্ডে কলকাতা ও পুরুলিয়ার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি। লেকটাউনে ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার ফ্ল্যাটে তল্লাশির সময় সেখানে উপস্থিত হন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা। তাঁরাও তল্লাশি চালাতে চান বলে ইডি সূত্রে দাবি।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ড থেকে শিক্ষা। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে এবার থেকে বাড়তি সতর্কতা। রোজ কোথায় টিকাকরণ হচ্ছে, তার তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে। তালিকার বাইরে থাকা সব ক্যাম্প বেআইনি, জানাল স্বাস্থ্য দফতর।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার তত্পর হল ইডি। শুরু করল অনুসন্ধান। সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কোন কোন থানায়, ক’টি এফআইআর দায়ের হয়েছে? তদন্তে কী কী তথ্য মিলেছে? কলকাতা পুলিশকে ই-মেল করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তথ্য সংগ্রহ করে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তারা আর্থিক প্রতারণার মামলা রুজু করবে।
উত্তর দিনাজপুরের হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ চেয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিলেন ১৩ জন সদস্য। অভ্যন্তরীণ সমস্যার কারণে অপসারণ দাবি করা হয়েছে, দাবি ওই সদস্যদের। পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় জানিয়েছেন, কী কারণে তাঁকে অপসারণের দাবি উঠেছে, তা জানতে চেয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে। তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পুলিশের জালে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী। নাকতলার বাসিন্দা ধৃত কাঞ্চন দেব দেবাঞ্জনের খুড়তুতো দাদা। আরেক ধৃত শরৎ পাত্র সংস্থার হয়ে ভুয়ো ভ্যাকসিন দিতেন বলে অভিযোগ।
West Bengal News Live: আমের পেটির আড়ালে উদ্ধার ৫০ কেজি মাদক, পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৬ জন
আমের পেটির আড়ালে উদ্ধার ৫০ কেজি মাদক। পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৬ জন। জানা গিয়েছে, ওড়িশার ভদ্রক থেকে আসছিল আম বোঝাই ওই ট্রাকটি। আমের পেটির তলায় লুকিয়ে রাখা ছিল মাদক দ্রব্যগুলি। বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ উদ্যোগে অভিযান চালায় ডায়মণ্ডহারবার পুলিশ, জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি সুজয় গায়েন এবং বিষ্ণুপুর থানার পুলিশ।
West Bengal News Live: নিমতায় পড়ুয়ার আধারকার্ড জালিাতির অভিযোগ
এবার আধারকার্ড জাল করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নিমতায়। জানা গিয়েছে, অন্যের আধারকার্ড জাল করে ভ্যাকসিন নিয়ে নিলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। নিমতার বাসিন্দা স্নাকোত্তরের পড়ুয়া প্রিয়াঙ্কা দে। তিন গত মঙ্গলবার দুপুরে ভ্যাকসিনের জন্য অনলাইনে স্লট বুক করতে যান। তখনই দেখেন অন্য এক ব্যক্তি ইতিমধ্যেই তাঁর আধার কার্ড ব্যবহার করে ভ্যাকসিনের স্লট বুক করে নিয়েছেন।
West Bengal News Live: বেলেঘাটা আইডি হাসপাতালে নন কোভিড আউটডোরে চিকিতত্সক না থাকার অভিযোগ
বেলেঘাটা আইডি হাসপাতালে নন কোভিড আউটডোরে সময়ে চিকিতত্সক না থাকার অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ রোগীর আত্মীয়দের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
West Bengal News Live: সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে না বেসরকারি হাসপাতাল, রাজ্যগুলিকে জানাল স্বাস্থ্যমন্ত্রক
সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে না বেসরকারি হাসপাতাল, রাজ্যগুলিকে জানাল স্বাস্থ্যমন্ত্রক
West Bengal News Live: রাজ্যপালের নামে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ
বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগে রাজ্যপালের নামে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ। পাল্টা, অধ্যক্ষকে চিঠি দিলেন রাজ্যপাল। জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে আক্রমণ। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।