কলকাতা: হয়তো প্রিয়জনের করোনা। সুস্থও হয়ে উঠছেন তিনি। কিন্তু করোনা যা মারাত্মক ছোঁয়াচে, তাঁর সঙ্গে দেখা করা কি ঠিক হবে? মার্কিন স্বাস্থ্য সম্পর্কিত সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি জানাচ্ছে, পরিজন বা বন্ধু করোনা সেরে উঠলেই তাঁর সঙ্গে দেখা করতে যাবেন না, অন্তত ১০ দিন পরে যান। না হলে সংক্রমণের ভয় রয়েছে।
সিডিসি জানাচ্ছে, যদি করোনা পজিটিভ রোগী বা করোনার লক্ষণ দেখা দিয়েছে, এমন কেউ কারও সঙ্গে দেখা করতে চান, তাহলে কী কী সতর্কতা নিতে হবে। প্রথমত দেখতে হবে, ওই রোগীর অন্তত শেষ ৩ দিন জ্বর আসেনি তো। দ্বিতীয়, তাঁর কাশি-শ্বাসকষ্ট কমেছে কিনা তাও দেখতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, তৃতীয় পদক্ষেপ হল, টানা ১০ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে তাঁকে। এই তিন শর্তে উত্তীর্ণ হলে তবেই ওই ব্যক্তির সঙ্গে দেখা করা ঝুঁকিহীন বলে মনে করা হবে।
এমনও তো হতে পারে, আপনি করোনা পজিটিভ ধরা পড়েছেন, অথচ অ্যাসিম্পটম্যাটিক? তাহলেও কারও সঙ্গে দেখা করতে হলে ১০ দিন অন্তত অপেক্ষা করা উচিত আপনার। সিডিসি বলছে, অন্তত ২৪ ঘণ্টার তফাতে যদি পরপর ২ বার করোনা নেগেটিভ রেজাল্ট আসে, তাহলে জনসমক্ষে যাওয়া সম্ভব।
আর যদি আপনি নিজে করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন? তাহলে যেদিন এই সংস্পর্শ ঘটেছে, সেদিন থেকে ১৪ দিন পর্যন্ত নিজেতে সেলফ আইসোলেশনে রাখুন। দেখুন করোনার সাধারণ লক্ষণগুলি অর্থাৎ জ্বর, ঠাণ্ডা লাগা, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, গলা ব্যথা, মাথা ধরা এই সব প্রকাশ পাচ্ছে কিনা।
কতদিনের মাথায় করোনা থেকে সেরে ওঠা রোগীর সঙ্গে দেখা করবেন? অন্তত ১০ দিনের বিরতি চাই, বলছে সিডিসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2020 08:08 AM (IST)
আর যদি আপনি নিজে করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন? তাহলে যেদিন এই সংস্পর্শ ঘটেছে, সেদিন থেকে ১৪ দিন পর্যন্ত নিজেতে সেলফ আইসোলেশনে রাখুন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -