নয়া দিল্লি: ৭৫ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের অনুষ্ঠানে ভারতের (India) মুকুটে নয়া পালক। গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড (Global Health Leaders Award) ২০২২ পেলেন ভারতের আশা কর্মীরা (ASHA Workers)।  দশ লক্ষ আশা কর্মীরা যেভাবে নিরলস পরিষেবা দিয়ে চলেছেন, সেই কথা মাথায় রেখেই তাঁদের কুর্নিশ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 


গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে সরাসরি প্রবেশাধিকার এবং দেশে করোনা মহামারীতে লাগাম লাগাতে আশাকর্মীদের অদম্য প্রচেষ্টার বিচারে “গুরুত্বপূর্ণ ভূমিকা”র জন্য রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা তাঁদের সম্মানিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “আশা  ভারতে ১ মিলিয়নেরও বেশি মহিলা স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্প্রদায়কে যুক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সম্মানিত করা হয়েছে।" 


ভারতের এক মিলিয়নের বেশি আশাকর্মী রয়েছেন যারা সকলেই মহিলা। এই সম্মান প্রসঙ্গে হু বলেছে করোনার প্রাদুর্ভাবের সময়ে এই ‘আশা’ কর্মীরাই গ্রামে দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষরা যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবাগুলি পায় তা তাঁরা নিশ্চিত করেছেন। একটি টুইটে WHO লিখেছে, যে সমস্ত-মহিলা কর্মীরা কাজ করে “টিকা-প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে শিশুদের জন্য মাতৃকালীন যত্নে এবং টিকা প্রদানে, সমগ্র মানুষের স্বাস্থ্যের দিকে, উচ্চ রক্তচাপ এবং যক্ষ্মা রোগের চিকিৎসা এবং পুষ্টি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য স্বাস্থ্য প্রচারের মূল ক্ষেত্রে।”


আরও পড়ুন, মোদিকে দেখেই উঠল 'ভারত মাতা কি জয়' স্লোগান, জাপানে প্রধানমন্ত্রীকে বরণ ভারতীয়দের






এই খবর পাওয়ার পরই আশা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, "আশা কর্মীদের পুরো দলকে এই সম্মান দেওয়া হয়েছে বলে আনন্দিত। সকল আশা কর্মীদের অভিনন্দন। তারা একটি সুস্থ ভারত নিশ্চিত করতে এগিয়ে এসেছেন। তাদের নিষ্ঠা ও দৃঢ়তা প্রশংসনীয়।"