নয়াদিল্লি:দেশের ৭৪- তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীরে পতাকা উত্তোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য করেছিলেন। তখনই দেশবাসীর নজরে পড়েন তিনি। কে এই মহিলা সেনা অফিসার? তিনি মেজর শ্বেতা পাণ্ডে। মস্কোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর প্যারেডে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রথম কোনও ভারতীয় মহিলা সেনা অফিসার যিনি এই দায়িত্ব পালন করেন।
উত্তরপ্রদেশের লখনউ-র বাসিন্দা শ্বেতা। বাবা রাজরতন পাণ্ডে ছিলেন আমলা। উত্তরপ্রদেশের অর্থ দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর পদে ছিলেন তিনি। মা শিক্ষাজগতের সঙ্গে জড়িত। সংস্কৃত ও হিন্দি ভাষার অধ্যাপিকা। শ্বেতা আদ্যন্ত বিজ্ঞানের ছাত্রী। ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাঁর ডিগ্রি রয়েছে। এছাড়া কেমিক্যাল,বায়োলজিকাল,রেডিয়োলজিকাল কোর্সও করেছেন। কম্পিউটার সায়েন্সে কোর্স করেছেন। রাডার প্রযুক্তি নিয়েও পড়াশোনা রয়েছে শ্বেতার। বিজ্ঞানের নানা পরিসরে তাঁর আগ্রহ থাকলেও শ্বেতা বিজ্ঞান শাখার সঙ্গে সম্পর্কিত পেশায় পা রাখেননি। ২০১২ সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে যোগ দেন। সেখানেও সেরার স্বীকৃতি। গাড়োয়াল রাইফেলস মেডেল পান। লখনউয়ের সিটি মন্টেসারি স্কুলের প্রাক্তনী বর্তমানে দিল্লির সেনা ক্যান্টনমেন্টের ৫০৫ নম্বর কর্মশালায় কর্মরত। কর্মজীবনের পাশাপাশি স্কুল জীবনেও সেরার শিরোপা বহুবার পেয়েছেন শ্বেতা। বন্ধুদের মধ্যে ভাল তার্কিক হিসেবে আলাদা খ্যাতি ছিল তাঁর। ৭৫টি মেডেল ও ২৫০ বেশি শংসাপত্র রয়েছে শ্বেতার। এই সেনা অফিসারের জন্য গর্বিত তাঁর বন্ধুরা।
শনিবার লালকেল্লায় প্রধানমন্ত্রীর সঙ্গে তেরঙ্গা তোলেন, কে এই মেজর শ্বেতা পাণ্ডে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Aug 2020 07:34 PM (IST)
বন্ধুদের মধ্যে ভাল তার্কিক হিসেবে আলাদা খ্যাতি ছিল তাঁর। ৭৫টি মেডেল ও ২৫০ বেশি শংসাপত্র রয়েছে শ্বেতার।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -