উত্তর ২৪ পরগনা: অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই সন্তান প্রসব মহিলার। গতকাল এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। অন্তঃসত্ত্বার স্বামীর অভিযোগ, প্রসবের জন্য তাঁর স্ত্রীকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চিকিত্‍সক অন্তঃসত্ত্বাকে ভর্তি করেননি। এরপর কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নৈহাটিতে অ্যাম্বুল্যান্সের মধ্যেই সন্তান প্রসব করেন ওই মহিলা। ওই অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে গেলেও সেটি কোভিড হাসপাতাল হওয়ায় প্রসূতিকে ভর্তি করা যায়নি। ফের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। শেষপর্যন্ত সেখানে ভর্তি করা হয় সদ্যোজাত সন্তানসহ মাকে। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান, দুজনেই ভাল আছে।