এক্সপ্লোর
Advertisement
ওয়াশিংটনে আগ্নেয়াস্ত্র হাতে পেয়ে অন্ত:সত্ত্বা মাকে গুলি ৪ বছরের ছেলের
ওয়াশিংটন: অসাবধানে আগ্নেয়াস্ত্র রাখার মাসুল দিতে হল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের আট মাসের অন্ত:সত্ত্বা মহিলাকে। আগ্নেয়াস্ত্র হাতে পেয়ে গিয়ে তাঁকে গুলি করল চার বছরের ছেলে। ২৭ বছর বয়সি ওই মহিলার মুখে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই মহিলাকে। তাঁর অবস্থার উন্নতি হয়েছে।
কিং কাউন্টির শেরিফের দফতরের মুখপাত্র সার্জেন্ট রায়ান অ্যাবট জানিয়েছেন, ‘ওই মহিলা ও তাঁর প্রেমিক টিভি দেখছিলেন। সেই সময় বিছানায় গুলি ভরা আগ্নেয়াস্ত্র পেয়ে যায় ছেলেটি। সে অনিচ্ছাকৃতভাবে মায়ের মুখে গুলি চালিয়ে দেয়। ছেলেটির বাবা জানিয়েছেন, তিনি আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্রটি এনে রেখেছিলেন। তবে বন্দুকটি নথিভুক্ত করা নয়।’
অ্যাবট আরও জানিয়েছেন, ‘নয়া আইন অনুযায়ী, আগ্নেয়াস্ত্র ঠিকমতো না রাখলে সেটির মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে জুলাই মাসের আগে সেই আইন কার্যকর হচ্ছে না। আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, আগ্নেয়াস্ত্র লক করে রাখুন। কারণ, বাচ্চারা আগ্নেয়াস্ত্রকে খেলনা হিসেবে দেখে। তারা যাতে অসাবধানে বিপদ না ঘটাতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement