ঢাকা:  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু, তাই তাঁকে সরিয়ে দিতে হবে। বাংলা নববর্ষ উদযাপনের জন্য সরকারি ব্যয় ছাঁটাই করতে হবে। বাংলাদেশের একটি ইসলামি গোষ্ঠীর এই দাবি ঘিরে সেদেশে জোর বিতর্ক দানা বেঁধেছে। নিন্দায় সরব হয়েছেন বাংলাদেশের প্রগতিশীল-ধর্মনিরপেক্ষ সংগঠনগুলি। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনায় ঝড় উঠেছে।


উলেমা লিগ নামে ওই গোষ্ঠী বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের স্বীকৃত সংগঠন বলে দাবি করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরানোর দাবি এবং পয়লা বৈশাখ উদযাপনের সরকারি ব্যয়বরাদ্দ ছাঁটাইয়ের দাবিতে উলেমা লিগ মানব-বন্ধন পালন করে। তাদের দাবি, এভাবে বাংলা বর্ষবরণ উদযাপনের জন্য অর্থ বরাদ্দ 'হারাম' এবং ওই অর্থ মিলাদ-উল-নবির মতো ইসলামি উত্সবের জন্য বরাদ্দ করতে হবে।

এই দাবির সমালোচনা করে ধর্মনিরপেক্ষ সংগঠনগুলি এ ব্যাপারে আওয়ামি লিগ নেতৃত্বের ব্যাখ্যা দাবি করেছে। উল্লেখ্য, এর আগে উলেমা লিগের বিভিন্ন অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের যোগ দিতে দেখা গিয়েছে।

বাংলাদেশের বহুল প্রচলিত সংবাদপত্র ডেলি স্টার-এর প্রথম পাতায় একটি দীর্ঘ নিবন্ধে উলেমা লিগের দাবিকে তুলোধোনা করা হয়েছে।  নিবন্ধে বলা হয়েছে, তাহলে কি দেশের ১৬ কোটি মানুষ হারাম উত্সব উদযাপন করেন? উলেমা লিগের কার্যকলাপকে ‘অপরাধ’ হিসেবেও মন্তব্য করা হয়েছে।

আওয়ামি লিগ অবশ্য উলেমা লিগের সঙ্গে তাদের যোগের কথা অস্বীকার করেছে। দলের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলমের দাবি, আওয়ামি লিগের স্বীকৃত সংগঠনগুলির তালিকায় নেই উলেমা লিগ।