ঢাকা: রোহিঙ্গা শরণার্থী সমস্যার মধ্যে বাংলাদেশ ও মায়ানমারের সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। বাংলাদেশ হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের ‘প্ররোচণামূলক’ কার্যকলাপ ‘অবাঞ্ছিত পরিস্থিতি’ ডেকে আনতে পারে।

মায়ানমারের রাখাইন প্রদেশে গত আগস্টের শেষে পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসবাদী হামলার পাল্টা সামরিক অভিযানে সেখানকার ৪ লক্ষের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম ভিটেছাড়া হয়ে বাংলাদেশে পালিয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে ‘জাতি হত্যা’র উদাহরণ হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রপুঞ্জ।

বাংলাদেশের অভিযোগ, গত ১০,১২ ও ১৪ সেপ্টেম্বর মায়ানমারের ড্রোন ও হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে। ঢাকায় নিযুক্ত মায়ানমারের দূতাবাসের এক পদস্থ আধিকারিককে তলব করে এই অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘মায়ানমারের এ ধরনের প্ররোচণামূলক কাজের পুনরাবৃ্ত্তিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ধরনের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মায়ানমারকে বলা হয়েছে’।

মায়ানমার সরকারের এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশ যে ঘটনার কথা বলেছে সে সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। মায়ানমার অবশ্য এর আগে বাংলাদেশের একই ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছিল। জওউ এইচতাই নামে ওই মুখপাত্র বলেছেন, বাংলাদেশ কোনও তথ্য দিলে তা খতিয়ে দেখা হবে। এইচতাই আরও বলেছেন, বর্তমানে দুই দেশ শরণার্থী সমস্যার মোকাবিলা করছে। তাই সুষ্ঠু বোঝাপড়ার ভিত্তি দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, কয়েক দশক ধরেই রোহিঙ্গা শরণার্থীর সমস্যায় ভুগতে হচ্ছে বাংলাদেশকে। মায়ানমারে অত্যাচারের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে। মায়ানমারে রোহিঙ্গাদের বেআইনি অনুপ্রবেশকারী বলা হয়। তাদের নাগরিকত্বও দেওয়া হয়নি।