সান্টা অ্যানা:  ভোর সাড়ে পাঁচটার সময় ক্যালিফোর্নিয়ার সান্টা অ্যানা এলাকার বাসিন্দাদের ঘুম ভাঙল এক অবাক দৃশ্য দেখে। একটি দ্বিতল বাড়ির ওপর থেকে ঝুলতে দেখা গেল একটি সিডানকে। কিন্তু ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়ি বাড়ির দোতলায় উঠে যাচ্ছে এমন দৃশ্য চাক্ষুস করেছেন কি কেউ কখনও? দেখুন





হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার সান্টা অ্যানায় এমনই এক দুর্ঘটনা ঘটেছে। দুরন্ত গতিতে ছুটে আসছিল নিসান সিডান। একটি ডিভাইডারে এসে সজোরে ধাক্কা মেরে গাড়িটি ৬০ ফুট উচ্চতায় উঠে গিয়ে ঘুরে একটি দ্বিতল বাড়ির ভেতর ঢুকে যায়। স্যান্টা অ্যানা পুলিশের তরফে দাবি করা হয়েছে, গাড়িটি আসছিলও ভুল দিক দিয়ে।

এমনকি ওই বাড়ির সঙ্গে সংঘর্ষের সময় আগুনও জ্বলে যায়। যদিও পুলিশের তত্পরতায় সেই আগুন শীঘ্রই নিভে যায়। গাড়িতে দুজন সওয়ারি ছিলেন। একজন কারও সাহায্য ছাড়া বেরিয়ে এলেও, অপরজন আটকে যান। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন। গাড়িটি নামাতে অগ্নি নির্বাপন বিভাগ একটি বিশেষ ধরনের ফর্কলিফ্ট এবং রেকার ব্যবহার করেছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে সওয়ার দুই ব্যক্তি চালানোর আগে প্রচুর পরিমাণের মাদক সেবন করেছিলেন, যার প্রভাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।