কায়রো: নির্মমতার নতুন নতুন নজির তৈরিতে বারবার নিজেদেরই ছাপিয়ে যায় আইএসআইএস। টাকার টানাটানি মেটাতে দলের আহত সদস্যদেরই নাকি এবার গণ হারে খুন করছে তারা। তারপর মৃতদের অঙ্গপ্রত্যঙ্গ বেচে দিচ্ছে কালোবাজারে। ইরাকের মোসুল শহরের এক সংবাদপত্র দাবি করেছে, মোসুলের দক্ষিণে খানিকটা অংশ হাতছাড়া হওয়ায় আর্থিক সঙ্কটে ভুগছে বিশ্বত্রাস এই জঙ্গিগোষ্ঠী। তাই আহত জঙ্গিদের মেরে হৃদযন্ত্র ও কিডনি বার করে নেওয়ার জন্য চিকিৎসকদের চাপ দিচ্ছে তারা। তারপর সে সব কালোবাজারে বিক্রি করে খরচপত্র মেটাচ্ছে। এ ছাড়া আহত জঙ্গিদের শরীরে প্রতিস্থাপনের জন্য যথেচ্ছভাবে বন্দি নরনারীর অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করছে আইএস। তাদের থেকে জোর করে রক্ত নেওয়া হচ্ছে। সহজে রক্ত পাওযার জন্য অনেক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করাও স্থগিত রাখা হয়েছে।