ইসলামাবাদ: পাকিস্তানের রেল ব্যবস্থার উন্নত করার কাজে প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে চিন। পাশাপাশি, সেদেশের জ্বালানি সমস্যা মেটানোর জন্য ইরান থেকে একটি গ্যাসের পাইপ লাইনও তৈরি করে দেবে চিন।
পাকিস্তানের যে সংস্থা এই দুটি প্রকল্পের দায়িত্বে রয়েছে, তারা এ বিষয়ে সম্মতি দিয়েছে। প্রকল্প দুটির জন্য মোট খরচ ধরা হয়েছে ১ হাজার কোটি মার্কিন ডলার। এর ৮৫ শতাংশ অর্থ ঋণ দেবে চিন। পাকিস্তানের রেল লাইন উন্নত করা হবে। হাভেলিয়ানের কাছে একটি বন্দর তৈরি করা হবে। এই দুটি প্রকল্পে খরচ হবে ৮২০ কোটি মার্কিন ডলার।
২০১৫ সালের এপ্রিলে পাকিস্তান সফরে গিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর গড়ার কথা ঘোষণা করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই চুক্তি অনুযায়ীই পাকিস্তানকে অর্থ সাহায্য করবে চিন।
পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী এহসান ইকবাল বলেছেন, গ্যাস পাইপ লাইন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি প্রকল্পের মোট খরচ এখনও চূড়ান্ত হয়নি। সেটা হয়ে গেলেই জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের অনুমোদন নেওয়া হবে। পাকিস্তানে পরিবহণের ক্ষেত্রে রেলের ব্যবহার দেশের মোট পরিবহনের ৪ শতাংশেরও কম। সরকারের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে রেলের মাধ্যমে পরিবহণের পরিমান বাড়িয়ে অন্তত ২০ শতাংশ করা। সেই কারণেই এই প্রকল্পে জোর দেওয়া হচ্ছে।
দুটি ভাগে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রাথমিক কাজ শেষ হবে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে। বাকি কাজ হবে ২০২১ সালের মধ্যে।
পাকিস্তানের রেল নেটওয়ার্ক, গ্যাস পাইপ লাইনে ৮৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ চিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 02:52 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -