৬ লাখি ঘোড়া, মেয়েকে জন্মদিনের আগাম গিফট ডেভিড, ভিক্টোরিয়া বেকহ্যামের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2018 06:00 PM (IST)
তা হলে শুনুন, ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যাম তাঁদের মেয়েকে জন্মদিনের আগাম কী গিফট দিয়েছেন? ওঁরা মেয়ে হার্পারকে কিনে দিয়েছেন একটি ঘোড়া, যার দাম ৭ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ ৩২ হাজার ৮৬২ টাকা)।
NEXT
PREV
[gallery ids="489186,489193,489187,489188,489189,489190,489191,489192"]
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -