ডালাস: উত্তর টেক্সাসের নিখোঁজ ভারতীয় শিশুকন্যা শেরিন ম্যাথিউজের পালক পিতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছেন তিনি।
ওই ব্যক্তির নাম ওয়েসলি ম্যাথিউজ। তাঁর বিরুদ্ধে শিশুকে প্রথম পর্যায়ের শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে, যার ফলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তাঁর জামিনের মূল্য ধরা হয়েছে ১০ লক্ষ মার্কিন ডলার।
পুলিশ অবশ্য জানায়নি, ওয়েসলির এখনকার জবাব আগের জবাবের থেকে কোথায় আলাদা হয়েছে। তারা শুধু বলেছে, আগে তিনি পুলিশের প্রশ্নের যে জবাব দিয়েছিলেন, তার থেকে এখন তাঁর বয়ান আলাদা।
রবিবার টেক্সাসে একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার হয়েছে একটি শিশুকন্যার দেহাংশ। পুলিশের ধারণা, সেই শেরিন। তবে এখনও এ ব্যাপারে চূড়ান্ত জানায়নি তারা। শিশুটির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
বক্তব্য পরস্পরবিরোধী, শেরিন ম্যাথিউজের পালক পিতাকে গ্রেফতার করল মার্কিন পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2017 09:54 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -