দাভোস: ২১ বছর আগে শেষ যখন ভারতীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে এসেছিলেন, সেটা ছিল ১৯৯৭ সাল। তখন ভারতের জিডিপি ছিল ৪০০ বিলিয়ন ডলারের সামান্য বেশি। তারপর থেকে তা ৬ গুণ বেড়েছে।
দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে বললেন নরেন্দ্র মোদী।
তিনি বলেন, শান্তি, সুরক্ষা, স্থিতিশীলতা বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি এই দুনিয়ায় বিরাট শক্তি হয়ে উঠেছে। আমরা কীভাবে আচরণ করি, তার পাশাপাশি রাজনীতি সহ জীবনের নানা বিষয়ে তার বিরাট প্রভাব পড়ছে।
বসুধৈব কুটুম্বকম মানে গোটা পৃথিবী একটিই পরিবার, ভারতের এই দর্শন বিশ্বে বিভেদ, সংঘাতের প্রেক্ষাপটে আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
জলবায়ু বদল, সন্ত্রাসবাদ গোটা দুনিয়ার সামনে উদ্বেগের বিষয়। সন্ত্রাসবাদের দাপট সম্পর্কে ভারতের অবস্থান সকলেরই জানা। তবে সন্ত্রাসবাদের বিপদের মতোই সমান ভয়াবহ ব্যাপার হল, ভাল আর খারাপ সন্ত্রাসবাদীর মধ্যে কৃত্রিম ফারাক টানার চেষ্টা।
নাম না করে এভাবে পাকিস্তানকেই তিনি নিশানা করলেন বলে মনে করা হচ্ছে।
দাভোসে শেষ ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের পর দেশের জিডিপি বেড়েছে ৬ গুণ, বিশ্ব অর্থনৈতিক ফোরামে দাবি মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jan 2018 04:25 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -