বাগদাদ:  এক ষোল বছর বয়সি জার্মান কিশোরী, পালিয়ে গিয়েছিল তুরস্কে আইএসে যোগ দিতে। কিন্তু এই জঙ্গি গোষ্ঠীর নিষ্ঠুরতা, বর্বরতা দেখে ক্লান্ত লিন্ডা ড্বলিউ, এবার ফিরে আসতে চায় জার্মানিতে তার নিজের ঘরে। এখন ইরাকের এক জেলে বন্দি রয়েছে জার্মান ওই কিশোরী।


লিন্ডার দাবি, প্রথমে এই জেহাদি গোষ্ঠীর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আইএসে যোগ দেওয়ার জন্যে আরও তিন মহিলার সঙ্গে তুরস্কে পালিয়ে  যায় লিন্ডা। তারপরই স্বপ্নভঙ্গ। এখন সে যুদ্ধ থেকে, অস্ত্র থেকে, শব্দ থেকে বহু দূরে জার্মানির ছোট শহর ড্রেসডেনের পুলসনিত্জেতে ফিরে যেতে চায়।

তবে যে আইনজীবী ওই কিশোরীকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি জানিয়েছেন, বাগদাদের এক সেনা ছাউনিতে লিন্ডা রয়েছে। কিন্তু ঠিক কী অবস্থায় সে সেখানে রয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য তাঁদের কাছে নেই। জানা গিয়েছে মেয়েটির বাঁ পায়ের থাইয়ের কাছে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডান পায়ের হাঁটুর কাছেও আঘাত রয়েছে। হেলিকপ্টার আক্রমণের সময় এই আঘাত লাগার ঘটনাটি ঘটে।আপাতত কূটনৈতিক স্তরে সবধরনের সাহায্য করা হচ্ছে লিন্ডাকে তার দেশে ফিরিয়ে আনার ব্যাপারে।