নয়াদিল্লি: গতকাল সীমান্ত সংক্রান্ত আলোচনা ও সমণ্বয় প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসল ভারত ও চিন। ডোকলাম অচলাবস্থা কাটার পর এই প্রথম সীমান্ত নিয়ে বৈঠকে বসল দুদেশ। বৈঠকে সীমান্তে সবকটি সেক্টরের পরিস্থিতি পর্যালোচনা হয়েছে, পাশাপাশি কথা হয়েছে আস্থাবর্ধক পদক্ষেপ ও সেনা যোগাযোগ রাখা নিয়ে।
চিনের ভারতীয় দূতাবাস জানিয়েছে, বেজিংয়ে হয়েছে ইন্ডিয়া-চায়না বর্ডার অ্যাফেয়ার্সের এই বৈঠক। ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন, এদের কাজ মূলত ভারত-চিনের সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আলোচনা ও বোঝাপড়া চালিয়ে যাওয়া।
গতকালের বৈঠকে সীমান্তে শান্তি বজায় রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে উভয়পক্ষ সহমত হয়েছে বলে জানা গিয়েছে। আগামী মাসে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই রাশিয়া, ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন। তখন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হবে তাঁর। তার আগে এই সীমান্ত বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ডোকলাম অচলাবস্থার পর প্রথম ভারত-চিন সীমান্ত বৈঠক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2017 12:34 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -