কলকাতা: ইজরায়েল (Israel) ও হামাসের (Hamas) যুদ্ধে ছাড়খাড় গাজা (Gaza)। প্রাণ গিয়েছে দুপক্ষেই। এই আবহে প্যালেস্তিনীয়দের পাশে দাঁড়ালেন নোবেল শান্তি (Nobel Peace Prize) পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। প্যালেস্তাইনে কাজ করা কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট ৩ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা) আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মালালা।


সম্প্রতি গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র (Gaza Hospital Attack) হামলা হয়। সেই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে, জখমও হয়েছেন বহু। মৃতদের মধ্যে রয়েছেন চিকিৎসাধীন ব্যক্তি, শিশু, বৃদ্ধ। ইজরায়েল সেনা এবং হামাস দুই পক্ষই একে অপরের দিকে এই হামলার দায় ঠেলেছে। গাজার আল-আহলি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী এই মানবাধিকার কর্মী। একটি ভিডিও বার্তায় হামলার কড়া সমালোচনা করে ইজরায়েল প্রশাসনকে গাজায় ত্রাণসাহায্য যেতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। যুদ্ধবিরতি ঘোষণা করার আবেদনও করেছেন।


 






ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'ইজরায়েল, প্যালেস্তাইন এবং বিশ্বের যেখান থেকে যাঁরা শান্তির পক্ষে সরব হচ্ছেন, তাঁদের সঙ্গে আমিও গলা মেলাচ্ছি। নির্বিচারে শাস্তি দিলে এর সমাধান মিলবে না। গাজার অর্ধেকের বেশি জনসংখ্যার বয়স ১৮ বছরের নীচে। তারা তাঁদের বাকি জীবন বোমাবর্ষণ এবং দখলদারির মধ্যে দিয়ে কাটাবে এমনটা ঠিক নয়।' 


মঙ্গলবার গাজার আল-আহলি আরব হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামাসের দাবি ছিল, ইজরায়েল নির্বিচারে বোমা বর্ষণ করছে গাজায়। হাসপাতালেও বোমা ফেলেছে ইজরায়েলই। কিন্তু সেই দাবি নাকচ করে ইজরায়েল। তাদের দাবি, সশস্ত্র সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক জিহাদের ছোড়া মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে আঘাত হেনেছে ওই হাসপাতালে। ইজরায়েলের দাবিকে সমর্থন জানিয়ে বিবৃতি পেশ করেছে আমেরিকাও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন, যারা এই ঘটনায় দায়ী তাদের খুজে বের করা প্রয়োজন বলেও জানিয়েছেন।


আরও পড়ুন: নয়া রঙে সেজে উঠল এয়ার ইন্ডিয়া বিমান, পুজোর মুখে প্রকাশিত নতুন 'লুক'