Karnataka Hijab Row Controversy: কর্ণাটকে স্কুল-কলেজে ধর্মীয় পোশাক হিজাব পরা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। দেশে এই নিয়ে চড়েছে রাজনৈতিক তরজার পারদও। এরইমধ্যে এই বিতর্ক পৌঁছে গেল আন্তর্জাতিক পর্যায়েও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের ফরাসি ফুটবলার পল পোগবাও এই বিতর্কে নেমে পড়েছেন। পল পোগবা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে হিজাব পরা ছাত্রীদের এবং গেরুয়া উত্তরীয়ধারীদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। ফরাসি ফুটবলারের শেয়ার করা এই ভিডিওতে লেখা হয়েছে, ভারতে হিন্দুত্ববাদী জনতা মুসলিম তরুণীদের হিজাব পরার বিরোধিতা করছে।
উল্লেখ্য, এর আগে কর্ণাটকে চলতি হিজাব বিতর্ক দেখে পাকিস্তানের কয়েকজন মন্ত্রীও ঝাঁপিয়ে পড়েছিলেন। পাকিস্তান ভারতীয় কূটনীতিককে তলব করে বলেছিল যে, মুসলিম ছাত্রীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিন্দাজনক।
কীভাবে শুরু হল হিজাব বিতর্ক?
উল্লেখ্য, হিজাব বিতর্কের সূত্রপাত হয়েছিল গত মাসে। কর্ণাটকে উদুপির একটি সরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজে শ্রেণীকক্ষে হিজাব পরে আসা ছাত্রীদের কলেজ চত্বরের বাইরে চলে যেতে বলা হয়। এরপরই হিজাব সংক্রান্ত বিবাদ সারা রাজ্যেই ছড়িয়ে পড়েছে। দক্ষিণপন্থী সংগঠনগুলি হিজাব পরে ছাত্রীদের ক্লাসে আসার বিরোধিতা করে। একদল তরুণ গেরুয়া উত্তরীয় পরে ক্লাসে ঢোকার চেষ্টা করেন। এরপর বিভিন্ন জায়গা থেকে কখনও পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ, কোথাও আবার অভিভাবকদের পাথর ছোড়ার ঘটনায় রাজ্য সরকারের সমস্যা বাড়ে। কর্ণাটকে তিনদিন স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়।
ঘটনার জের গড়িয়েছে আদালত পর্যন্ত। সোমবার পর্যন্ত পিছিয়ে গিয়েছে কর্ণাটক হাইকোর্টে হিজাব-মামলার (Hijab row) শুনানি। সোমবার কলেজ খোলার বিষয়ে রায় দেবে কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। কিন্তু তার আগে কোনও পড়ুয়া ধর্মীয় পোশাক নিয়ে জোর করতে পারবেন না। কারণ মামলা এখনও আদালতে বিচারাধীন, মন্তব্য করেছেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি।
এই বিতর্কে শাসকদল সহ সব রাজনৈতিক দলের নেতাদের কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।