ওয়াশিংটন: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের উপায় আপাতত একটাই। তা হল ভেটো প্রদানের অধিকার না চাওয়া। বললেন রাষ্ট্রসঙ্ঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে।
বর্তমান ৫ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া ও চিন নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোয় কোনও বদল চাইছে না বলে মন্তব্য করেছেন তিনি।
এই মুহূর্তে যে পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তারা হল- আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও চিন। ৫ দেশেরই ভেটো দানের অধিকার রয়েছে, কেউ তা ছাড়তে চায় না। তাই ভারত যদি স্থায়ী সদস্য হতে চায়, তবে তাদের ভেটোদানের অধিকার না চাওয়াই ভাল। ওয়াশিংটনে ইউএস ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের এক সমাবেশে নিকি হ্যালে জানিয়েছেন এ কথা। তাঁর দাবি, ভেটো ছাড়াও স্থায়ী সদস্য হওয়ার আরও অনেক সুবিধে রয়েছে।
দিল্লি অবশ্য স্পষ্ট করে দিয়েছে, ভেটো ক্ষমতা ছাড়া পরিষদের স্থায়ী সদস্য হওয়ার প্রস্তাব তাদের কাছে মূল্যহীন।
নিকির আরও বক্তব্য, পাকিস্তানকে চোখে চোখে রেখে ভারত আমেরিকাকে সাহায্য করতে পারে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক ভূমিতে উগ্রপন্থীদের প্রশ্রয় দেওয়া মোটেই ভালভাবে নিচ্ছেন না। পাকিস্তান ও আফগানিস্তানে সন্ত্রাস রুখতে তিনি নতুন পরিকল্পনা করেছেন। তার অন্যতম স্তম্ভ হল ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্কের উন্নতি ঘটানো।
তাঁর বক্তব্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে আমেরিকার সহযোগী। তা আমেরিকা মর্যাদাও দেয়। কিন্তু কোনও সরকার আমেরিকানদের ওপর হামলা চালানো জঙ্গিদের নিরাপত্তা দিলে তা মেনে নেওয়া সম্ভব নয়।
তাঁর মন্তব্য, পরমাণু শক্তিধর গণতান্ত্রিক ভারত ভাল প্রতিবেশী, আফগানিস্তানের আর্থিক ও অন্যান্য উন্নয়নে দিল্লির বড় ভূমিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে যদি ভেটোর অধিকার না চায়, নজরে রাখুক পাকিস্তানকে, বলল আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2017 01:38 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -