নিউ ইয়র্ক: ছাত্রীদের জন্য সুখবর। মেকআপ করলে নাকি যেমন আত্মবিশ্বাস বাড়ে, তেমনই পরীক্ষার ফলও ভাল হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকরা এমনই বলছেন। তাঁরা এটিকে, 'লিপস্টিক এফেক্ট' নামে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, এর প্রভাবে আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়।
একটি সাময়িক পত্রিকায় এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকরা বলেছেন, মেকআপ করলে সংশ্লিষ্ট মহিলার মনের উপর ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাঁরা নিজেদের আরও আকর্ষণীয় মনে করেন। এর ফলে তাঁদের আত্মবিশ্বাসও বাড়ে। একইসঙ্গে তাঁদের পড়াশোনাও ভাল হয়।
আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের তিনটি দলে ভাগ করে তাঁদের কাছ থেকে সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন গবেষকরা। এই পরীক্ষার আগে একটি দলের মেয়েদের মেকআপ করতে বলা হয়, একটি দলের পড়ুয়াদের ভাল গান শোনানো হয় এবং তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ আঁকতে। যে দলের সদস্যরা গান শুনেছিলেন, তাঁদের পরীক্ষার ফল ভাল হয়। তবে সেরা ফল করেন মেকআপ করা ছাত্রীরা।
পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করে লিপস্টিক! বলছে হার্ভার্ডের গবেষণা
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jul 2017 04:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -