নয়াদিল্লি: নিউজিল্যান্ডে উঠল করোনা লকডাউন! গতকাল অর্থাৎ ১৪ মে থেকেই ধীরে ধীরে বানিজ্যিক বিষয়গুলি চালু করার ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণা উদযাপন করতে বাঙ্গি জাম্পিং করতে গেলেন নিউজিল্যান্জেরই এক শহরের মেয়র।

করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে নিউজিল্যান্ডে। ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। ১৪ মে, বৃহস্পতিবার থেকেই নিউজিল্যান্ডের সমস্ত দোকান, ক্যাফেটেরিয়া, রেস্তোরা, সিনেমা, খেলার মাঠ, জিম সহ প্রকাশ্য স্থানগুলি খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।

স্বাভাবিক ছন্দে ফিরছে নিউজিল্যান্ড! সেই আনন্দে ভোরবেলা কাওয়ারুই নদীর ওপর বান্জি জাম্পিং-এ মাতলেন কুইনস্নোন লেক জেলার মেয়র জিম বোল্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। ৭ সপ্তাহের লকডাউনের পর মেয়রের বাঙ্গি জাম্পিং-এর সঙ্গে সঙ্গেই খুলে গেল নিউজিল্যান্ডের কাওয়ারুই নদীর বাঙ্গি সেন্টার সহ শহরের অন্যান্য পর্যটনের জায়গাগুলিও।

জিম জানান, ‘আমার বাঙ্গি জাম্পিং করাটা লকডাউন ওঠার চিহ্ন হয়ে উঠেছে শুনে ভালো লাগছে।‘ অন্যদিকে জানান, ‘আমরা পর্যটকদের আসার অপেক্ষা করছি। মেয়রকে দিয়ে আমাদের আবার পর্যটনগুলি শুরু হল। আমরা আগের মতো পর্যটকদের অপেক্ষায় রয়েছি।‘

নিউজিল্যান্ডে ব্যবসা ও পর্যটনশিল্প খুললেও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।