রিয়াধ:  সৌদি আরবে যদি কোনও ভারতীয় চাকরি করতে চান, তাহলে তাঁদের জন্যে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সেখানকার প্রশাসন। নিজের মোবাইল বা ল্যাপটপে যদি কোনও অশালীন বিষয় যেমন ছবি বা ভিডিও ক্লিপ থাকে, তাহলে অবিলম্বে তা 'কন্ট্রোল অল্ট ডিলিট' করুন। এছাড়া এমন কোনও বস্তু নিজের সঙ্গে রাখবেন না, যা দেখে মনে হবে, আপনি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু জাতীয় কোনও বিষয়ের সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত, সৌদি আরবে প্রতিবছর প্রায় তিরিশ লক্ষ ভারতীয় যান চাকরির সন্ধানে। এমনকি নির্দেশিকায় একথাও বলা হয়েছে, এই নিয়মগুলো না মানলে, ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে।

সেখানে কালা জাদু বিষয়টির ওপর নিষেজ্ঞাধা রয়েছে। তাই কেউ যদি সেটা না মেনে, সেখানে এসব করার চেষ্টা করে, তাহলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে। এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। কোনও তাবিজ, কালো সুতো সঙ্গে রাখার ওপর নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরবে।

এছাড়া পোস্ত দানা, খাদ্যদ্রব্য যেমন শুয়োরের মাংস, মাদক জাতীয় দ্রব্য, পান মশালা বা ইসলাম ছাড়া অন্য কোনও ধর্মের বার্তাও পাঠাতে পারবে না , সেদেশে চাকরিপ্রার্থী ভারতীয়রা। এমনকি নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে রিক্রুটমেন্ট এজেন্টরা চাকরিপ্রার্থীদের থেকে কুড়ি হাজার টাকার বেশি নিতে পারবে না। এদিকে সেখানে কর্মরত সমস্ত বিদেশীদের বিনামূল্যে একটি সিম কার্ডও দিচ্ছে সেখানকার সরকার। চাকরিপ্রার্থীদের শুধু সঙ্গে রাখতে হবে কম দামি স্মার্টফোন।

যদি কোনও ভারতীয়র বিরুদ্ধে অপরাধের মামলা থাকে, তাহলে তাঁরা যেন কোনও ধরনের ভিসা ব্যবহার করে সৌদি আরবে না যান, সেকথাও বলা হয়েছে নির্দেশিকায়।