ইসলামাবাদ: পুলওয়ামায় বৃহস্পতিবারের সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর দায় নিয়েছে জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী। ইতিমধ্যেই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে ভারত। যদিও প্রত্যাশামাফিক পাক বিদেশমন্ত্রক ভারতের অভিযোগ খারিজ করেছে। এবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়ে দিলেন, ভারত তাঁর দেশের হাত থাকার অভিযোগের স্বপক্ষে তথ্যপ্রমাণ দিক, তাঁরা তদন্তে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কুরেশি বর্তমান জার্মানি সফরে রয়েছেন। সেখানে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন। সেখান থেকে পাঠানো ভিডিও বার্তায় ভারত কোনও তদন্ত ছাড়াই পুলওয়ামার হামলার জন্য তড়িঘড়ি প্রতিক্রিয়া দিতে গিয়ে পাকিস্তানকে দুষছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, পাকিস্তানকে দোষ দেওয়া সহজ। কিন্তু তাতে সমস্যা মিটবে না, গোটা দুনিয়াকেও বোঝানো, বিশ্বাস করানো যাবে না। কুরেশির এই বার্তা পাকিস্তানের শাসক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সরকারি ট্যুইটার অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়েছে।





তিনি আরও বলেছেন, এই হামলার জন্য পাকিস্তানকে দুষে চোখ রাঙাতে পারবে না কেউ। আমরা জানি, কীভাবে আত্মরক্ষা করতে হয়। সারা দুনিয়ায় আমরাও নিজেদের দৃষ্টিভঙ্গি পেশ করতে পারি। সংঘাত নয়, শান্তি-এটাই আমাদের বার্তা।
গতকাল ও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামার হামলার জন্য পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন, যারা এজন্য দোষী, তাদের চরম মূল্য দিতে হবে। কোথায়, কখন, কীভাবে এই বর্বরোচিত হামলার জবাব দিতে হবে, তা স্থির করার পূর্ণ স্বাধীনতা নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছে। এই নারকীয় হামলায় দোষী ও তাদের পৃষ্ঠপোষকদের মুখের মতো জবাব দেওয়া হবে।



সেইসঙ্গে কুরেশি বলেন, পুলওয়ামা হামলায় পাকিস্তানের লোকজনের যুক্ত থাকার ব্যাপারে হাতে তথ্যপ্রমাণ থাকলে ভারত দিক। আমরা পূর্ণ সততার সঙ্গে সেগুলি খতিয়ে দেখব, সঠিক কিনা, পরীক্ষা করব। আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, প্রতিশ্রুতি রইল। কেননা আমরা অশান্তি চাই না।
পুলওয়ামার নাশকতার নিন্দা করে কুরেশির দাবি, হিংসাই কখনই আমাদের পলিসি ছিল না, আজও নয়।