নয়াদিল্লি: পাকিস্তানের ২০১৮-র সাধারণ নির্বাচনে মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের হাত ধরতে আগ্রহ প্রকাশ পারভেজ মুশারফের। ইতিমধ্যেই প্রকাশ্যে সঈদের প্রশংসা করেছেন তিনি। এবার একটি পাক সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে জামাত-উদ-দাওয়া প্রধানের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে প্রাক্তন পাক সামরিক প্রেসিডেন্ট বলেন, এখনও ওদের সঙ্গে কোনও আলোচনা হয়নি, তবে ওরা আমার সঙ্গে আসতে চাইলে স্বাগত।
গত মাসেই সুন্নি তেহরিক, পাকিস্তান আওয়ামি তেহরিক, মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমিন, নিজের দল অল পাকিস্তান মুসলিম লিগ সমেত প্রায় দু ডজন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর মহাজোট ঘোষণা করেন মুশারফ। তবে মুশারফের ২৩ দলের আওয়ামি ইত্তেহাদ অ্যালায়েন্স ঘোষণার পরদিনই জোট ছেড়ে বেরিয়ে যায় কয়েকটি দল।
সঈদ গত শনিবার ২০১৮-র সাধারণ নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেন। আন্তর্জাতিক মহল তাঁকে জঙ্গি তকমা দিলেও পাকিস্তানের কয়েকটি ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে তাঁর প্রভাব আছে বলে মত বিশেষজ্ঞদের। দিনকয়েক আগেই তাঁকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দিতে নির্দেশ দেয় লাহোর হাইকোর্ট। সঈদ অবশ্য কোন কেন্দ্র থেকে লড়তে চান, সে ব্যাপারে কিছু জানাননি। গত আগস্টে তাঁর জামাত-উদ-দাওয়া মিল্লি মুসলিম লিগ নামে নতুন দল ঘোষণা করলেও তাকে এখনও স্বীকৃতি দেয়নি পাক নির্বাচন কমিশন। ২০০৮ এর ২৬/১১-র মুম্বই সন্ত্রাসে তাঁর হাত থাকার অভিযোগে সঈদকে ওয়ান্টেড জঙ্গি বলেছে ভারত, আমেরিকা। তাঁর ১ কোটি মার্কিন ডলার মাথার দামও ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। সম্প্রতি পাক মিডিয়াকে তিনি বলেছেন, লস্কর-ই-তৈবার সবচেয়ে বড় সমর্থক আমিই। জানি, ওরাও আমাকে পছন্দ করে, জামাত-উদ-দাওয়াও করে।
২০১৮-র ভোটে সঈদের হাত ধরছেন মুশারফ?
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2017 04:15 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -