ইসলামাবাদ: ভারতের দিক থেকে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল পাকিস্তানি সেনাবাহিনী। রাওয়ালপিন্ডির যে ১৯৯-তম কোর কমান্ডার্স কনফারেন্সে ভারতের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে, সেখানে পৌরহিত্য করেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। পাক সেনার সদর কার্য্যালয়ের আলোচনার ব্যাপারে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই ফোরাম নিয়ন্ত্রণ রেখা বরাবর ও অস্থায়ী সীমান্তে ভারতের ক্রমাগত বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনকে আঞ্চলিক স্থিতাবস্থার সামনে শক্তিশালী বিপদ বলে দেখছে।
পাক সেনার অভিযোগের পাশাপাশি এদিন পাক বিদেশ দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠিয়েছিলেন ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক) মহম্মদ ফয়সল। গত ৭ ফেব্রুয়ারি খুই রাত্তা সেক্টরে কোনও প্ররোচনা ছাড়াই ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর যেভাবে যুদ্ধবিরতি ভেঙেছে, পাকিস্তান তার তীব্র নিন্দা, প্রতিবাদ করেছে। ভারতীয় বাহিনীর গুলিচালনায় কর্মরত এক গৃহনির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন জাকারিয়া। বলেন, ডিজি নিরস্ত্র নাগরিকদের এভাবে নিশানা করার তীব্র নিন্দা করেছেন, যা অপরাধ তো বটেই, আন্তর্জাতিক ও মানবাধিকার সংক্রান্ত আইনেরও লঙ্ঘন। ডিজি ভারতীয় পক্ষকে ২০০৩ সালের যুদ্ধবিরতি সংক্রান্ত বোঝাপড়াকে মর্যাদা দিতে, এই ঘটনাটি ও অন্যান্য যুদ্ধবিরতি ভাঙার ঘটনার তদন্ত করতেও আবেদন জানান।
লাগাতার যুদ্ধবিরতি ভাঙছে ভারত, অভিযোগ পাক সেনার, ডেপুটি হাই কমিশনারকে তলব ইসলামাবাদের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Feb 2017 09:03 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -