ভারতে কূটনীতিকদের 'হেনস্থা': আমন্ত্রণ খারিজ, নয়াদিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে আসছেন না পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
17 Mar 2018 04:50 PM (IST)
NEXT
PREV
ইসলামাবাদ: ভারত গত মাসে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী পারভেজ মালিককে ১৯-২০ মার্চ নয়াদিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লুটিও) ঘরোয়া বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানালে ইসলামাবাদ তা গ্রহণ করলেও এখন তাদের গলায় উল্টো সুর। ভারতে তাদের কূটনীতিককে হেনস্থার অভিযোগ তুলে ওই বৈঠকে না থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান।
আমেরিকা, চিন ও পাকিস্তান সহ ৫০টির বেশি দেশের বাণিজ্যমন্ত্রীদের কৃষি ও পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এখানে পাক বিদেশমন্ত্রকের কয়েকটি সূত্র বলেছে, 'কূটনীতিকদের পরিবারের লোকজনদের বারবার হেনস্থা, হয়রানির শিকার হতে হচ্ছে'। ফলে পরিস্থিতি বদলে গিয়েছে, তাই বিদেশমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি সূত্রের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভারতে আমাদের বাণিজ্যমন্ত্রীকে পাঠানো যাচ্ছে না। ভারতকে কথাটা জানিয়েও দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রণ রেখায় ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে সাধারণ নাগরিকরা প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ তুলে তা বন্ধ করতে হবে, কাশ্মীরে 'অত্যাচারও' থামাতে হবে বলেও দাবি করেছে পাক সূত্রটি।
পাকিস্তান ইতিমধ্যেই ভারতে নিযুক্ত তাদের হাই কমিশনার সোহেইল মেহমুদকে দেশে তলব করেছে। আর তার রেশ ধরেই বাণিজ্যমন্ত্রীকে পাঠানো ভারতের আমন্ত্রণ ফিরিয়ে ডব্লুটিও বৈঠকে সামিল না হওয়ার সিদ্ধান্ত।
নয়াদিল্লিতে বারংবার তাদের কূটনীতিকদের হেনস্তার অভিযোগ তুলে সোহেইলকে ফিরে আসতে নির্দেশ দেয় পাক কর্তৃপক্ষ। পাক বিদেশমন্ত্রক সরকারি ভাবে জানায়, কূটনীতিকদের পরিবারদের লাগাতার হেনস্তার ব্যাপারে আলোচনার জন্যই তাঁকে তলব করা হচ্ছে। সূত্রের খবর, সোহেইলকে দেশে ফেরানোর পর পরিস্থিতি কোন পথে মোকাবিলা করা হবে, তা নিয়ে বিভিন্ন প্রস্তাব নাড়াচাড়া করছে ইসলামাবাদ। যেমন, নয়াদিল্লিকে পরিবার রাখার অনুপযুক্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য সোহেইলকে ভারতে না পাঠানো।
দি এক্সপ্রেস ট্রিবিউন বিদেশমন্ত্রকের জনৈক কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আমাদের হাই কমিশনার খুব শীগগিরই ভারতে ফিরছেন না। প্রথমে শোনা যাচ্ছিল, আলোচনা সেরেই তিনি নয়াদিল্লি চলে যাবেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসার জানান, ভারতীয় এজেন্সিগুলি কূটনৈতিক মিশনের লোকজন, পরিবারকে হেনস্থা বন্ধ না করা পর্যন্ত হাই কমিশনার দেশেই থেকে যাবেন। ঘুরিয়ে বলতে গেলে পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত পাকিস্তান প্রতিবাদ হিসাবে নয়াদিল্লি থেকে তার দূত ফিরিয়ে নিয়েছে।
পাল্টা পাকিস্তানেও ভারতীয় কূটনৈতিক কর্মীদের নানা প্রতিকূলতা, হয়রানির অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।
ইসলামাবাদ: ভারত গত মাসে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী পারভেজ মালিককে ১৯-২০ মার্চ নয়াদিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লুটিও) ঘরোয়া বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানালে ইসলামাবাদ তা গ্রহণ করলেও এখন তাদের গলায় উল্টো সুর। ভারতে তাদের কূটনীতিককে হেনস্থার অভিযোগ তুলে ওই বৈঠকে না থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান।
আমেরিকা, চিন ও পাকিস্তান সহ ৫০টির বেশি দেশের বাণিজ্যমন্ত্রীদের কৃষি ও পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এখানে পাক বিদেশমন্ত্রকের কয়েকটি সূত্র বলেছে, 'কূটনীতিকদের পরিবারের লোকজনদের বারবার হেনস্থা, হয়রানির শিকার হতে হচ্ছে'। ফলে পরিস্থিতি বদলে গিয়েছে, তাই বিদেশমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি সূত্রের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভারতে আমাদের বাণিজ্যমন্ত্রীকে পাঠানো যাচ্ছে না। ভারতকে কথাটা জানিয়েও দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রণ রেখায় ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে সাধারণ নাগরিকরা প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ তুলে তা বন্ধ করতে হবে, কাশ্মীরে 'অত্যাচারও' থামাতে হবে বলেও দাবি করেছে পাক সূত্রটি।
পাকিস্তান ইতিমধ্যেই ভারতে নিযুক্ত তাদের হাই কমিশনার সোহেইল মেহমুদকে দেশে তলব করেছে। আর তার রেশ ধরেই বাণিজ্যমন্ত্রীকে পাঠানো ভারতের আমন্ত্রণ ফিরিয়ে ডব্লুটিও বৈঠকে সামিল না হওয়ার সিদ্ধান্ত।
নয়াদিল্লিতে বারংবার তাদের কূটনীতিকদের হেনস্তার অভিযোগ তুলে সোহেইলকে ফিরে আসতে নির্দেশ দেয় পাক কর্তৃপক্ষ। পাক বিদেশমন্ত্রক সরকারি ভাবে জানায়, কূটনীতিকদের পরিবারদের লাগাতার হেনস্তার ব্যাপারে আলোচনার জন্যই তাঁকে তলব করা হচ্ছে। সূত্রের খবর, সোহেইলকে দেশে ফেরানোর পর পরিস্থিতি কোন পথে মোকাবিলা করা হবে, তা নিয়ে বিভিন্ন প্রস্তাব নাড়াচাড়া করছে ইসলামাবাদ। যেমন, নয়াদিল্লিকে পরিবার রাখার অনুপযুক্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য সোহেইলকে ভারতে না পাঠানো।
দি এক্সপ্রেস ট্রিবিউন বিদেশমন্ত্রকের জনৈক কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আমাদের হাই কমিশনার খুব শীগগিরই ভারতে ফিরছেন না। প্রথমে শোনা যাচ্ছিল, আলোচনা সেরেই তিনি নয়াদিল্লি চলে যাবেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসার জানান, ভারতীয় এজেন্সিগুলি কূটনৈতিক মিশনের লোকজন, পরিবারকে হেনস্থা বন্ধ না করা পর্যন্ত হাই কমিশনার দেশেই থেকে যাবেন। ঘুরিয়ে বলতে গেলে পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত পাকিস্তান প্রতিবাদ হিসাবে নয়াদিল্লি থেকে তার দূত ফিরিয়ে নিয়েছে।
পাল্টা পাকিস্তানেও ভারতীয় কূটনৈতিক কর্মীদের নানা প্রতিকূলতা, হয়রানির অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -