ইসলামাবাদ: ১৯৭১-এ পাকিস্তানি সেনার সামরিক অভিযানের বিরোধিতা করায় প্রয়াত পিতা ওয়ারিস মিরকে বাংলাদেশ সরকার যে মরনোত্তর খেতাব দেয়, তা ফিরিয়ে দিচ্ছেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মির। ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের দেওয়া খেতাব গ্রহণ করেন মির। কিন্তু হাসিনা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল করার প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেননি, তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মির।
ক্যাপিটাল টক শো-এর উপস্থাপক বলেছেন, উনি কথা দিয়েছিলেন, কিন্তু সম্পর্ক ভাল তো হয়ইনি, বরং আরও খারাপ হয়েছে। বিশ্বাসভঙ্গ করেছেন উনি। সম্মান জানিয়েই বলতে বাধ্য হচ্ছি, আমাদের সবার ফেরানো উচিত। অন্তত আমি তো ফেরত দেবই।
প্রসঙ্গত, গতকাল জুলাই ও আগস্টে প্রস্তাবিত বাংলাদেশ সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, পাক ক্রিকেট দল সফরে গেলেও পাল্টা পাকিস্তানে ক্রিকেট টিম পাঠায়নি বাংলাদেশ।
বাংলাদেশে যুদ্ধাপরাধে দোষী ঘোষিত জামাত-ই-ইসলামির প্রাক্তন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির সাজা কার্যকর হওয়ায় প্রতিবাদে প্রস্তাব গৃহীত হয় পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে। তার জেরে ২০১৩ সাল থেকেই ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক খারাপ হয়েছে। ৭১-এর যুদ্ধাপরাধের মামলার বিচার ঘিরে দু দেশই পরস্পরের কূটনৈতিক কর্মীদের বেশ কয়েক ঘন্টা আটকে রেখেছিল গত বছর। ঢাকায় পাক দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ।
বাবাকে বাংলাদেশের দেওয়া মরনোত্তর সম্মান ফেরাচ্ছেন পাক সাংবাদিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2017 08:36 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -