লাহোর: ভারত-বিরোধিতার পারদ ক্রমশ চড়ছে পাকিস্তানে। বায়োমেট্রিক সিস্টেমে আগামী সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ করতে চায় প্রতিবেশী দেশটি। তাই ভারত থেকে ইলেকট্রনিক ভোটযন্ত্র বা বায়োমেট্রিক মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু উরির ঘটনার প্রেক্ষাপটে সেই যন্ত্র যাতে ভারত থেকে আমদানি করা না হয়, সেজন্য নির্দেশ দেওয়ার দাবিতে রিট পিটিশন পেশ হল লাহোর হাইকোর্টে।
নাগরিকদের তরফে আজহার সিদ্দিক নামৈ জনৈক আইনজীবী নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত থেকে ইলেকট্রনিক ভোট মেশিন আনার বিরোধিতা করেছেন। পাকিস্তান নির্বাচন কমিশন ভোটযন্ত্র সরবরাহের জন্য টেন্ডার ডেকেছে।
রিট পিটিশনে আজহার বলেছেন, ইন্দ্র কর্মা, রিলায়েন্স ও মর্ফো—এই তিনটি ভারতীয় কোম্পানিও অন্যদের পাশাপাশি দরপত্র দিয়েছে। নির্বাচন কমিশন সম্ভবত ভারতীয় কোম্পানিগুলির দরপত্র অনুমোদন করে তাদেরই একটিকে বেছে নেবে। কিন্তু ভারত থেকে ইলেকট্রনিক ভোটযন্ত্র ও আঙুলের ছাপ নেওয়ার মেশিন কেনা হলে তা পাকিস্তানের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হবে। তিনি ভারতীয় কোম্পানির মেশিন কেনা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকার নির্দেশ দিতে আবেদন করেছেন আদালতে। এ ব্যাপারে আগামী সপ্তাহে আদালত শুনানির দিন স্থির করবে বলে জানা গিয়েছে।
যদিও পাক নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, কোনও ভারতীয় সংস্থাকেই ভোট মেশিন সরবরাহের জন্য চূড়ান্ত বাছাই করা হয়নি। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র মেলার পরই বায়োমেট্রিক মেশিন আনা হবে।
ভারত থেকে ইলেকট্রনিক ভোটযন্ত্র নয়, রিট পিটিশন লাহোর হাইকোর্টে
web desk, ABP Ananda
Updated at:
24 Sep 2016 07:31 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -