সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পাইলটের ছবি। সকলের প্রশ্ন, মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে?
পরে অবশ্য জানা গেল, একটা ছবিও আসল নয়, সবই ফটোশপ। দেখতে একদম সত্যির মত।
ইনস্টাগ্রামে পাইলটগ্যালনো নামে পোস্ট করেন এই ব্যক্তি। সেখানেই স্বীকার করেছেন ভুয়ো ছবির কথা।
তবে হ্যাঁ, ফটোশপের কোয়ালিটি যে দারুণ, তা স্বীকার করতেই হবে!