নয়া দিল্লি: যুদ্ধের আবহের মধ্যেই ইউক্রেনের ডোনেত্স্ক ও লুহান্‍স্ক নামে দু’টি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া। যার জন্য রাষ্ট্রপুঞ্জে তীব্র সমালোচনার মুখে পড়তে হল পুতিন সরকারকে। ৫ রুশ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন। এদিকে ইউক্রেন থেকে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা।


ট্যাঙ্ক থেকে সাঁজোয়া গাড়ির জমায়েত। সেনাবাহিনীর অবিরাম রুটমার্চ। বরফে ঢাকা চাদরে গুলিবর্ষণ। পুতিন সরকার বারবার সামরিক মহড়া বলে দাবি করলেও, রাশিয়া ও ইউক্রেন সীমান্তজুড়ে যুদ্ধের গনগনে আঁচ। রুশ হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইউক্রেন ছাড়তে শুরু করে দিয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা। যাদের মধ্যে আছেন হাজার হাজার ভারতীয়ও।এমন উত্তপ্ত পরিস্থিতিতে, ইউক্রেনের অন্তর্ভুক্ত ডোনেত্স্ক ও লুহান্‍স্ক নামে দু’টি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া। যা নিয়ে ইউক্রেন থেকে শুরু করে আমেরিকা এমনকি রাষ্ট্রপুঞ্জেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে পুতিন সরকারকে। তাদের এই সিদ্ধান্তের জন্য, ৫টি রুশ ব্যাঙ্ক ও তিনজন রুশ শিল্পপতির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন।


এই প্রেক্ষাপটেও রাশিয়াকে আলোচনার টেবলে বসার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ইউক্রেনের প্রতিনিধি। এই উদ্বেগজনক পরিস্থিতিতে, ইউক্রেনে থেকে যাওয়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরে আসার জন্য ফের আর্জি জানানো হয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাসের তরফে।  ইতিমধ্যেই ভারতীয় পড়ুয়াদের ফেরত আনতে ইউক্রেনে বিশেষ বিমান পাঠাতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া। 


১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন৷ ২০১৪-তে ইউক্রেনের অন্তর্গত ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে। ইউক্রেন যাতে কোনওভাবে ইউরোপীয় ইউনিয়ন ও NATO-র সদস্য না হয়, তার জন্য উঠেপড়ে লাগে মস্কো।


এখন সেই সম্পর্কই তলানিতে। যে কোনও মুহূর্তে রুশ বাহিনীর ইউক্রেনে অভিযান চালানোর আশঙ্কা। কাঁপছে ইউরোপ...তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি? 


ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন সীমান্তে যেন যুদ্ধের দামামা। পুতিনকে চাপে ফেলতে আমেরিকা, কানাডা, ব্রিটেন, জার্মানি-সহ একাধিক দেশের তরফে পশ্চিমী দেশগুলির সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


এর আগে ইউক্রেনের ডোনেত্স্ক ও লুহান্‍স্ক নামে দু’টি অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করে রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের পরই কড়া অবস্থান নিল আমেরিকা, কানাডা, ব্রিটেন-সহ কয়েকটি দেশ। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আশঙ্কা যত জোরাল হচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ।গতকাল  এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ইউক্রেন থেকে প্রথম ধাপে দেশে ফেরেন ২৪২ জন ভারতীয়। এখনও ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের ফেরাতে কিয়েভে পাঠানো হচ্ছে আরও ৩টি বিমান।