ওয়াশিংটন: রাশিয়া যে ইউক্রেন আক্রমণ করবে, তা আগে থেকেই জানা ছিল চিনের!  মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন প্রশাসন ও ইউরোপীয় ইউনিয়নের আধিকারিকদের কাছ থেকে পাওয়া তথ্য উল্লেখ করে এমনই দাবি করা হয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। 


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, বেজিংয়ে উইন্টার অলিম্পিক্স চলছিল। সেজন্য রাশিয়াকে ইউক্রেন আক্রমণে দেরি করতে বলেছিল চিন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনে যে রাশিয়া আক্রমণ করবে, সে ব্যাপারে কিছুটা হলেও প্রায় এক সপ্তাহ আগেই কিছুটা হলেও তথ্য ছিল চিনের আধিকারিকদের হাতে। উল্লেখ্য, প্রায় সপ্তাহখানেক আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তারপর থেকেই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখনও পর্যন্ত ২ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। 


গত চার ফেব্রুয়ারি উইন্টার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে  চিন সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে গিয়ে পুতিন শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর দুই দেশই একটি যৌথ বিবৃতি জারি করে রাশিয়া-চিন  ঘনিষ্ট সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ্য ন্যাটোর সম্প্রসারণের নিন্দা করেছিল। 


নিউইয়র্ক টাইমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া ও চিনের মধ্যে যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান হয়েছিল, তা হাতে এসেছে একটি পশ্চিমী গোয়েন্দা সংস্থার। তা পদস্থ আমেরিকা ও সহযোগী দেশগুলির আধিকারিকদেরও জানানো হয়। রাশিয়া ও চিনের মধ্যে যে গোয়েন্দা তথ্যের আদানপ্রদান হয়েছিল, সেখানে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সময় ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। 


তবে ওই গোয়েন্দা তথ্য সম্পর্কে ওয়াকিবহাল এক আধিকারিক জানিয়েছেন যে, এক্ষেত্রে কিন্তু আক্রমণ নিয়ে পুতিন ও শি-র মধ্যে কোনও আলোচনার কথা উল্লেখ করা হয়নি। 


সংবাদপত্রটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ওয়াশিংটনে চিনের রাষ্ট্রদূত লি পেনজিয়ুর সঙ্গে কথা বলা হয়। এ ব্যাপারে চিনের রাষ্ট্রদূত বলেছেন, এ ধরনের দাবি চূড়ান্ত ভিত্তিহীন। এর উদ্দেশ্য শুধু চিনের ঘাড়ে দোষারোপ করা। 
উল্লেখ্য, চিনে উইন্টার অলিম্পিক্স শেষ হওয়ার পরই গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া।