Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের মারিউপোলের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা পুতিনকে জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Russia-Ukraine War Live Updates: এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Mar 2022 11:38 PM
Ukraine Russia War Live : ইউক্রেনের মারিউপোলের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা পুতিনকে জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা বললেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তিনি ইউক্রেনের মারিউপোলেরর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেইসঙ্গে ওই শহরে মানবিক সহায়তার সুযোগের জন্য অবরোধ তোলার আর্জি ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন পুতিনকে। 

Russia Ukraine Conflict Live: অপ্রচার চালানোর কাজে নিরাপত্তা পরিষদকে ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ পশ্চিমী দেশগুলির


ইউক্রেন জৈব অস্ত্র তৈরি করছে বলে রাশিয়ার অভিযোগের প্রতিবাদে সরব হল ছয়টি পশ্চিমী দেশ। তারা বলেছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে ভুল তথ্য ও অপ্রচার চালানোর কাজে ব্যবহার করছে। 

Ukraine Russia War Live : কিভ ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরাল করল ইউক্রেনের সামরিক বাহিনী

রাজধানী কিভ ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরাল করল ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের পদাতিক বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ বলেছেন, কিভ ঘিরে তৃতীয় প্রতিরক্ষা লাইন গড়ে তোলার কাজ করছে সামরিক বাহিনী। 

Russia Ukraine Conflict Live: মারিউপোলে বোমাবিধ্বস্ত থিয়েটারে ধ্বংসস্তুপের নিচে এখনও আটক শতাধিক

অবরুদ্ধ মারিউপোলে বোমাবিধ্বস্ত থিয়েটারে ধ্বংসস্তুপের নিচে এখনও আটক শতাধিক। জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। আটকে পড়াদের উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

Ukraine Russia War Live : ইউক্রেনে রুশ আক্রমণের অবসানের আর্জি জানিয়ে শেষ হল চিন ও মার্কিন প্রেসিডেন্টের আলোচনা


ভিডিও কলের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে আমেরিকা ও চিনের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হল। ইউক্রেনে রুশ আক্রমণের অবসানের আর্জি জানিয়ে শেষ হল দুই নেতার আলোচনা

Russia Ukraine Conflict Live: পূর্ব ইউক্রেনের মানবিক সংকট আরও ঘোরাল হতে পারে, সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের

 


যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলে মানবিক সহায়তা সংক্রান্ত প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে পড়েছে বলে সতর্ক করে দিল রাষ্ট্রপুঞ্জ। খাদ্য, পানীয় জল ও ওষুধের সংকট অবরুদ্ধ এলাকাগুলিকে চরম আকার ধারণ করতে পারে। রাষ্ট্রপুঞ্জের শরনার্থী সংস্থার মুখপাত্র বলেছেন, সুমি ও মারিউপোল শহরের অবস্থা খুবই খারাপ। 


 

Ukraine Russia War Live : আন্তর্জাতিক শান্তির জন্য উদ্যোগ নিতে হবে আমেরিকা ও চিনকে, বাইডেনকে বললেন জিনপিং

আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির জন্য আমেরিকা ও চিনের দায়িত্বভার গ্রহণ করা উচিত, বললেন জিনপিং। বাইডেনের সঙ্গে ভিডিও কলে জিনপিং এ কথা বলেছেন বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যম।

Russia Ukraine Conflict Live: সংঘর্ষে কারুর স্বার্থসিদ্ধি হয় না, বাইডেনকে বললেন চিনের প্রেসিডেন্ট


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছে, দেশগুলির মধ্যে সংঘর্ষে কারুর স্বার্থে নয়। এক দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক সামরিক শত্রুতার পর্যায়ে যাওয়া উচিত নয়। আন্তর্জাতিক মহলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তি ও নিরাপত্তা।


 

Ukraine Russia War Live : ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ নিয়ে অগ্রগতির আশা জেলেনস্কির

 


ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর সঙ্গে ইউরোপীয় কমিশনের উরসুলা ভন ডের লিয়েনের কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের আবেদন নিয়ে অগ্রগতি আগামী মাসগুলিতে হবে বলে আশা প্রকাশ করেছেন জেলেনস্কি।

Russia Ukraine Conflict Live: রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে কথা শুরু বাইডেন ও শি জিনপিংয়ের


ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা শুরু। ইউক্রেণ আক্রমণ নিয়ে পশ্চিমী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে যে চাপ তৈরি করেছে, তাতে সামিল হওয়ার কথা বাইডেন চিনের প্রেসিডেন্টকে বলবেন বলে মনে করা হচ্ছে।

Ukraine Russia War Live : ইউক্রেন: পোল্যান্ডে সরে আসার পর কাজ অব্যাহত ভারতীয় দূতাবাসের

ইউক্রেনের কিভের ভারতীয় দূতাবাস ইউক্রেনে থাকা সমস্ত ভারতীয়দের জন্য অ্যাডভাইসরি জারি করেছে। অ্যাডভাইসারিতে বলা হয়েছে, পোল্যান্ডে স্থানান্তরিত হওয়ার পর দূতাবাসের কাজ অব্যাহত রয়েছে। 

Russia Ukraine Conflict Live: রাশিয়ার আক্রমণে ইউক্রেনের কিভে এখনও পর্যন্ত মৃত ২২২ জন, জানাল কর্তৃপক্ষ

রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের রাজধানী কিভে ২২২ জনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছে কিভ শহর কর্তৃপক্ষ। জানানো হয়েছে,  ২৪১ জন অসামরিক ব্যক্তি সহ ৮৮৯ জন আহত হয়েছেন।

Ukraine Russia War Live : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের নিন্দার পর পদ ছাড়লেন রাশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী

ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের নিন্দা করেছিলেন রাশিয়ার এক প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। এজন্য তাঁর বিরুদ্ধে সরব হন রুশ পার্লামেন্টের সদস্য। তিনি প্রাক্তন উপ প্রধানমন্ত্রীকে তাঁর বর্তমান পদ থেকে বরখাস্তের দাবি জানান। এরপরই দেশের একটি মর্যাদাজনক ফাউন্ডেশেন পদ ছাড়লেন ওই প্রাক্তন উপপ্রধানমন্ত্রী

Russia Ukraine Conflict Live: ইউক্রেন পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন নরেন্দ্র মোদি

আগামী ২১ মার্চ ইউক্রেন পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Ukraine Russia War Live : ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার আর্জি জার্মান চ্যান্সেলরের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোল্জ ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার আর্জি জানালেন।  পুতিনের সঙ্গে তাঁর এক ঘণ্টার মতো কথা হয়েছে বলে সংবাদসংস্থার খবর। ইউক্রেনে মানবিক পরিস্থিতির উন্নতি ও সমস্যার যত দ্রুত সম্ভব নিষ্পত্তির উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন জার্মান চ্যান্সেলর। 

Russia Ukraine Conflict Live: ১০  রুশ কূটনীতিককে বহিষ্কার করল বুলগেরিয়া


উল্লেখ্য, বুলগেরিয়াতে দশ রুশ কূটনীতিককে অবাঞ্ঝিত ঘোষণা করা হল। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম স্পুটনিকে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে

Ukraine Russia War Live : আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে ইউক্রেন, অভিযোগ পুতিনের


ইউক্রেন আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানির চান্সেলরের সঙ্গে কথা বলতে গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পুতিন। তিনি বলেছেন, সমস্যার সমাধান খুঁজতে প্রস্তুত মস্কো। 

Russia Ukraine Conflict Live: ফ্রন্টলাইন শহরগুলি থেকে ১,৭৩,৫০০ জনকে উদ্ধার করা হয়েছে

রুশ আক্রমণের সামনের সারিতে থাকা শহরগুলি থেকে ১,৭৩,৫০০ জনকে উদ্ধার করা হয়েছে। এমনই তথ্য ইউক্রেনের মানবাধিকার ওম্বাডসম্যান। জানিয়েছে সংবাদসংস্থা।

Ukraine Russia War Live : নিষেধাজ্ঞার সঙ্গে মানিয়ে তোলা হবে দেশের অর্থনীতিকে, বললেন রুশ বিদেশমন্ত্রী

ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের কারণে রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, দেশ নিষেধাজ্ঞার সঙ্গে দেশ অর্থনীতিকে নিষেধাজ্ঞার সঙ্গে মানিয়ে নেবে। তিনি আরও বলেছেন, পশ্চিমী শক্তিগুলির ওপর নির্ভরতা সংক্রান্ত বিভ্রম আর নেই রাশিয়ার।আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন আধিপত্য যুক্ত দৃষ্টিভঙ্গী রাশিয়া মেনে নেবে না।  

Russia Ukraine Conflict Live: লুভিভ বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান মেরামতি কেন্দ্র

লুভিভ বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। লুভিবের মেয়র অ্যান্দ্রি সাডোভি সংবাদমাধ্যমে জানিয়েছেন,  সামরিক যুদ্ধবিমান মেরামতির জন্য ব্যবহৃত পরিকাঠামোয় আঘাত হানে বেশ কিছু ক্ষেপণাস্ত্র। ওই প্রকল্পে কাজ ওই হামলার আগে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে রুশ হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Ukraine Russia War Live : ব্রিটেনে বাতিল রুশ টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের লাইসেন্স

ব্রিটেনে রাশিয়ার সাহায্যপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল আরটি-র সম্প্রচারের লাইসেন্স  বাতিল করল দেশের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। রাশিয়ার ইউক্রেন আক্রমণের খবর সম্প্রচারে নিরপেক্ষতার অভাবের অভিযোগ খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হল।

Ukraine Russia War Live: ইউক্রেনের দোকান-বাজারে রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠল

ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের উপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে। 

Ukraine Russia War Live : ক্ষেপনাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনের লুভিভের বিমানবন্দরে ক্ষেপনাস্ত্র হামলা চালাল রাশিয়া। 


 

Ukraine Russia War Live : রুশ রকেট হানায় নিহত ইউক্রেনের অভিনেত্রী

রুশ রকেট হানায় প্রয়াত হলেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস।

Ukraine Russia War Live : চিনের শেয়ার বাজারে নিম্নমুখী গ্রাফ

রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে পতন চিনের শেয়ার বাজারে। এক ধাক্কায় নিম্নমুখী গ্রাফ। 

Ukraine Russia War Live : এক হাজার সেনা যোগ

এক হাজার সেনা ইউক্রেনে ক্রেমলিনের হয়ে সামরিক সংঘাতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।

Ukraine Russia War Live : ইউক্রেনের ১০টি শহর দখল রুশ সেনার

২৩ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মস্কোর হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর ইতিমধ্যেই দখল করেছে রুশ সেনা।

Ukraine Russia War Live : মারিয়াপোলে থিয়েটারের ধ্বংসস্থূপে দেহ উদ্ধারে উদ্ধারকারীরা

মারিয়াপোলে রাশিয়ান বিমান হামলায় ধ্বংস হয়ে গিয়েছে একটি থিয়েটার। সেখানে প্রচুর ইউক্রেণীয় নিহত হয়েছিলেন। সেখানে দেহ উদ্ধারে উদ্ধারকারীরা।


 

Ukraine Russia War Live : মারিয়াপোলের দক্ষিণ বন্দরে আশ্রয় নিতে চলেছেন প্রচুর মানুষ

প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার মানুষ মারিয়াপোলের দক্ষিণ বন্দরে আশ্রয় নিতে চলেছেন, জানানো হয়েছে সরকারি বার্তায়।

Russia-Ukraine War Live: জাতিসংঘের মতে, বেসামরিক বাহিনীর ৭৮০ জনের মৃত্যু হয়েছে

জাতিসংঘের তরফে নিশ্চিত করা হয়েছে যে এখনও পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেসামরিক বাহিনীর থেকে মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে। 

Ukraine Russia War Live : দেশে ফিরতে আবেদন ১৫-২০ জন ভারতীয়র

ইউক্রেন থেকে দেশে ফিরতে আবেদন ১৫-২০ জন ভারতীয়র, তাঁদের দেশে ফিরতে সাহায্য করা হবে, জানালো বিদেশ মন্ত্রক

Russia-Ukraine War Live: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের সাহায্য বার্তা

ইউক্রেনের মানুষদের জীবনের রক্ষার জন্য যাবতীয় সাহায্য প্রদান করা হবে, জানিয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।


 
Ukraine Russia War Live : আবেগপূর্ণ বার্তা জেলেনস্কির

আবেগপূর্ণ বার্তা জেলেনস্কির। তিনি বলেন, “একটি নতুন দেওয়াল গড়ে তুলেছে রাশিয়া। সকলে মিলে সেটিকে ভাঙতে হবে। এই দেওয়াল বার্নিন দেওয়াল নয়। মধ্য ইউরোপেস্বাধীনতা এবং দাসত্বের মাঝামাঝি এই দেওয়াল গড়ে তোলা হয়েছে। প্রত্যেক বোমা আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এই দেওয়ালের উচ্চতা বেড়ে চলেছে।”

Russia-Ukraine War Live: ব্রিটেনের সমালোচনার মুখে ভারত

রাশিয়াকে সমর্থন করার জন্য ব্রিটেনের সমালোচনার মুখে ভারত।

Ukraine Russia War Live : জাপানের নিষেধাজ্ঞা

জাপান শুক্রবার বলেছে যে অস্ত্র রপ্তানিকারক রোসোবোরোনেক্সপোর্ট সহ ১৫ রাশিয়ান ব্যক্তি এবং নয়টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।

প্রেক্ষাপট

কিভ: ২০ দিন ধরে রাশিয়ার (Russia-Ukraine War) লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের (Ukraine)একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা (Russia)। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও (Army)। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।  



এরইমধ্যে কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল।  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে।  


অন্যদিকে, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে। 
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মেডিক্যাল কমিশনের অনুমতি নিতে হবে। মেডিক্যাল কমিশন অনুমতি দিলে রাজ্য সরকারের জন্য ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। মেডিক্যাল কমিশন আপত্তি জানালে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.