বেজিং: মাথায় গেঁথে রয়েছে ছুরি। সেই অবস্থাতেও বাসে চড়ে হাসপাতালে পৌঁছলেন জখম হওয়া মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনা দেখা গিয়েছে চিনের শিয়াংইয়াং শহরে। শেন নামে ৫৭ বছর বয়সি ওই মহিলা চিকিৎসার পর এখন সুস্থ।
শেন জানিয়েছেন, তাঁর বাড়ি হুবেই প্রদেশে। তিনি নিজের বাগানে মেহগনি গাছ থেকে পাতা পাড়ছিলেন। লম্বা গাছের উপরে হাত না পৌঁছনোয় তিনি একটি বাঁশের সঙ্গে কাঁচি বেঁধে পাতা পাড়ার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাবশত কাঁচিটি তাঁর মাথায় গেঁথে যায়। কিন্তু তাঁর যন্ত্রণা হচ্ছিল না। শুধু মাথা সামান্য অবশ গিয়ে গিয়েছিল। সেই অবস্থায় ঘাবড়ে না গিয়ে তিনি বাস ধরে এক ঘণ্টার পথ পেরিয়ে শিয়াংইয়াংয়ের হাসপাতালে যান।
হাসপাতাল সূত্রে খবর, শেনের মাথায় দু’বার অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর মাথা থেকে সফলভাবে কাঁচিটি বার করতে পেরেছেন চিকিৎসকরা। শেনকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাঁচিটি শেনের মাথার ভিতরে ২-৩ মিলিমিটার ঢুকে একটি কোণে আটকে যায়। যদি কাঁচিটি আড়াআড়িভাবে ঢুকে যেত, তাহলে শেনের পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মাথায় গেঁথে কাঁচি, বাসে চড়ে হাসপাতালে চিনা মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Apr 2018 06:36 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -