নয়াদিল্লি: দুষ্কৃতী হামলায় মৃত্যু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। অভিযোগ, শুক্রবার সকালে জাপানে নারা শহরে বক্তব্য রাখার সময় হঠাৎ গুলি করা হয় তাঁকে।


সূত্রের খবর, পিছন থেকে গুলি করা হয়েছে তাঁকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুলির শব্দ শোনা যায় তারপরেই দেখা যায় লুটিয়ে পড়েছেন শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, সেইসময় পালমোনারি কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল তাঁর। তারপরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।  


 






কে চালাল গুলি?
গুলি চালনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্রের খবর, তাঁর বয়স চল্লিশের কোঠায়। এদিন বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পিছন থেকে গুলি চালানো হয়। জাপানের মতো নিরাপদ বলে পরিচিত একটি দেশে এমন ঘটনা হতবাক বিশ্ব। গুলি চালানোর কারণ খুঁজছে পুলিশ। 


শুরু চিকিৎসা:
পশ্চিম জাপানের নারা শহরে শুক্রবার এমন ঘটনা ঘটে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সূত্রের খবর, সেই সময়েই তিনি শ্বাসপ্রশ্বাস নিচ্ছিলেন না। নারা এলাকায় কাশিহারা শহরের একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।


সবথেকে দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। স্বাস্থ্যের কারণে ২০২০ সালে পদ থেকে সরে দাঁড়ান তিনি।      


আরও পড়ুন: বিপুল কর্মী ছাঁটাই ট্যুইটারে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?