সোল: সব ‘চোখরাঙানি’ উড়িয়ে দিয়ে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। বুধবার, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থাগুলি জানিয়েছে, এদিন দুটি মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পিয়ংইয়ং বলে অভিযোগ।
সূত্রের খবর, গত এপ্রিল মাস থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছিল উত্তর কোরিয়া। এর আগে চারবার উৎক্ষেপণ করা হয়েছিল। প্রতিবারই ব্যর্থ হয় পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের দাবি, বুধবার দুটি ‘মুসুডান’ মিসাইল উৎক্ষেপণ করা হয়। প্রথমটি ব্যর্থ হয়। আকাশে উঠেই তাতে বিস্ফোরণ ঘটে। ধ্বংস হয়ে ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলের কাছে ভেঙে পড়ে।
এরপর দ্বিতীয় মিসাইলটির উৎক্ষেপণ সফল হলেও, সেটি মাত্র ৪০০ কিলোমিটার যাত্রা অতিক্রম করে। বস্তুত, উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী, এই মিসাইলের পাল্লা প্রায় ৩,৫০০ কিলোমিটার। ফলে, সার্বিকভাবে পরীক্ষা ব্যর্থ বলা যেতেই পারে বলে অভিমত দক্ষিণ কোরিয়ার।
তবে, পরীক্ষা ক্রমাগত ব্যর্থ হলেও, ‘মুসুডান’ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ নিয়ে চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। কারণ, এই ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় গোটা এশিয়া ও প্রশান্ত মহাসাগর চলে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
চলতি বছরের গোড়ায় পিয়ংইয়ং চতুর্থ পরমাণু পরীক্ষা করেছিল বলে অভিযোগ। একইসঙ্গে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। এদিনের পরীক্ষার পর উত্তর কোরিয়াকে তীব্র আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2016 12:32 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -