য়া দিল্লি : ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র। স্বাধীনতা পরবর্তীতে এতবড় সমস্যার সম্মুখীন হয়নি শ্রীলঙ্কা।  টালমাটাল অবস্থা প্রতিবেশী দেশের । এরই মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ((Gotabaya RajaPaksa))  দেশের সব রাজনৈতিক দলকে একটি সমাধান খুঁজতে 'ঐক্য সরকার' গঠন করার আমন্ত্রণ জানিয়েছেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রাজাপক্ষ  বিরোধীদের "এক সঙ্গে কাজ করার" আহ্বান জানিয়েছেন।


শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যদের ইস্তফা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দেশজুড়ে চলছে বিক্ষোভ। শহরে শহরে কার্ফু জারি করেও তা রোখা যাচ্ছে না।  এই অবস্থায় শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা ইস্তফা দিয়েছেন রবিবার। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপক্ষেও রয়েছেন তাঁদের মধ্যে। এরইমধ্যে শ্রীলঙ্কায় জ্বালানি সঙ্কটও চরমে পৌঁছেছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষর কাছে পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার সদস্যরা । দেশের রাজনৈতিক ক্ষেত্রে স্থিতাবস্থা ফিরিয়ে আনতেই এমন পদক্ষেপ, বলে জানান তাঁরা। 






খাবার দাবারের দাম আকাশছোঁয়া


বেশ কিছুদিন ধরেই দ্বীপরাষ্ট্রে দুর্দশা চলছে। খাবার দাবারের দাম আকাশছোঁয়া । বিদ্যুৎ সরবরাহ ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থেকেছে। কাগজের অভাবে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছএ।  কলম্বোয়  চালের  দাম ২০০ টাকা গিয়েছে। কোথাও ২২০ , কোথাও আবার আড়াইশো টাকা দামেও চাল বিকোচ্ছে। গমের দামও আকাশ ছোঁয়া।  প্রায় ২০০ টাকা দাম গমেরও। ফলে পাঁউরুটির দাম ছাড়িয়েছে একশো টাকা। চিনির দাম কোথাও আড়াইশো , কোথাও বেশি। চাল- ডাল- তেল - ডিম - মাংস , সবই সাধারণের নাগালের বাইরে। 


শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গকারা এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর দেশ এখন সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।