নয়া দিল্লি: ফেসবুক-ইনস্টা-টিকটক তো ছিলই, কিন্তু ইউটিউব একটা আলাদাই ঝড় তুলেছে ভারতে। বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত তথ্য অনুসারে ভারতে প্রায় ৭ লক্ষ ইউটিউব ক্রিয়েটার ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে অর্থনৈতিকভাবে উন্নতিসাধন করেছেন। প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে ক্রমশ। এই প্রেক্ষাপটেই এবার ভারতে ইউটিউব অ্যাকাডেমির তৈরির কথা জানান হয়েছে।
কৃষি, স্বাস্থ্যসেবা, স্টার্টআপ ইকোসিস্টেমগুলিকে আরও আরও AI-নির্ভর করে সমাধানগুলি বাস্তবায়নের জন্য টেক জায়ান্ট Google-এর সঙ্গে পার্টনারশিপ করে এবার অন্ধ্রপ্রদেশে শুরু হতে চলেছে ইউটিউব অ্যাকাডেমি।
"AI for Andhra Pradesh, Powered by Google"- এই উদ্যোগের আওতায় শীঘ্রই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে জানান হয়েছে। একটি ভিডিও কনফারেন্সের পরে ঘোষণা করেছে মন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং গুগল ও ইউটিউব। এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু, ইউটিউব গ্লোবাল সিইও নিল মোহন, Google APAC প্রধান সঞ্জয় গুপ্ত এবং উভয় পক্ষের অন্যান্য প্রধান প্রতিনিধিরা।
এই আলোচনায় কী কী উঠে এসেছে?
ডিজিটাল পরিকাঠামো বৃদ্ধি: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে আরও নানা ভাবে ব্যবহার করে রাজ্যের ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করার চেষ্টা।
দক্ষতা উন্নয়ন: এআইকে ব্যবহার করে প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে কর্মব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা।
এআই চালিত ব্যবস্থা: সরকারী কাজে দক্ষতা বাড়াতে এবং পরিষেবা সরবরাহ বাড়াতে এআই ব্যবহার করা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে